Advertisement
০২ মে ২০২৪
Forward Bloc

Forward Bloc: পার্টি কংগ্রেস হায়দরাবাদে, জাত-সুমারি চায় ফ ব-ও

ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস রবিবার জানিয়েছেন, দেশে জাত-সুমারি করার দাবিকে তাঁরা সমর্থন করছেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১২:০০
Share: Save:

সিপিএম, সিপিআইয়ের মতো আর এক বাম দল ফরওয়ার্ড ব্লকের পার্টি কংগ্রেসও হতে চলেছে দক্ষিণ ভারতে। আগামী বছর ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি তেলেঙ্গনার হায়দরাবাদে দলের ১৯তম পার্টি কংগ্রেস হবে বলে সিদ্ধান্ত হল কলকাতায় ফ ব-র কেন্দ্রীয় কমিটির বৈঠতে। তিন দিনের ওই বৈঠকে ঠিক হয়েছে, পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে আগামী ১০ থেকে ১৬ জুন বিভিন্ন রাজ্যে মিছিল, বিক্ষোভ, ধর্নার কর্মসূচি চলবে। প্রচার চলবে আরএসএস-বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের নীতির বিরুদ্ধেও। ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস রবিবার জানিয়েছেন, দেশে জাত-সুমারি করার দাবিকে তাঁরা সমর্থন করছেন। দেবব্রতবাবুর যুক্তি, সংরক্ষণ দেওয়ার লক্ষ্যে নয়, বর্তমানে দেশে কোন জনগোষ্ঠীর কী অবস্থা, তার তথ্য সংগ্রহ করে বিভিন্ন বৈষম্য দূর করার জন্য পদক্ষেপ নিতে সুবিধা হবে জাত-সুমারি হলে। এরই পাশাপাশি ফ ব-র কেন্দ্রীয় কমিটির দাবি, অতিমারি পরিস্থিতিতে যে সব ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম সংস্থা, হাসপাতাল এবং অনলাইন মার্কেটিং সংস্থা বিপুল মুনাফা করেছে, তাদের লাভের ৫০% আদায় করে সরকার তা জনস্বাস্থ্য পরিষেবায় ব্যয় করুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forward Bloc Party Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE