চতুর্দিকে থইথই করছে জল। কোথাও কোমর সমান, তো কোথাও বুক সমান। হঠাত্ই দেখা গেল জলের তোড়ে ভেসে যাচ্ছে একটি সাদা মারুতি গাড়ি। গাড়ির ভিতর থেকে ভেসে আসছে এক মহিলার চিত্কার। মহিলাকে নিয়ে আস্তে আস্তে আরও গভীর জলের দিকে ভেসে যাচ্ছে গাড়িটি। ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপিয়ে পড়লেন চার যুবক। গাড়ির ভিতর থেকে উদ্ধার করলেন মহিলাকে। ঘটনাটি শনিবার রাতের বৃষ্টি বিধ্বস্ত বেঙ্গালুরুর নয়নদাহাল্লি সার্কেলের মহীশূর রোডে।
আরও পড়ুন: আধার লিঙ্কের জন্য ‘ভয়’ দেখাচ্ছে টেলিকম সংস্থাগুলো, অভিযোগ গ্রাহকদের
কয়েক সপ্তাহ ধরেই বেঙ্গালুরুতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। জনজীবন একেবারেই বিপর্যস্ত। চরম দুর্যোগের দিনে অবশ্য বাসিন্দারা একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
গত ১১৫ বছরে বেঙ্গালুরুতে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি যে এখনই কমবে না তা জানিয়েছে আবহাওয়া দফতরও। এখনও অন্তত দু’দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
ভিডিও সৌজন্যে এবিপি নিউজ