পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রত্যাঘাত হিসাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সেই সংঘাতের সময় কি ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়? পাকিস্তান বরাবর দাবি করে আসছে, তারা ভারতের হামলার সঠিক জবাব দিয়েছে। পাক সেনাবাহিনীর পাল্টা গুলিতে ধ্বংস হয়েছে ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান! সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি ফরাসি কমান্ডার ক্যাপ্টেন জ্যাক লনের একটি বক্তব্য উদ্ধৃত করে কিছু প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সেই পুরনো বক্তব্যতেই সিলমোহর দেওয়ার চেষ্টা করা হয়। দাবি করা হয়, জ্যাক নিশ্চিত করছেন ৬ মে রাতে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে! সেই নিয়ে শোরগোল শুরু হতেই ফরাসি নৌবাহিনী পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি দাবি উড়িয়ে দিয়েছে। ভুল তথ্য প্রচারের অভিযোগও আনা হয়েছে।
কী দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির?
জ্যাকের এক ভিডিয়োবার্তাকে হাতিয়ার করে সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলিতে দাবি করা হয়, জ্যাক নাকি বলেছেন, ‘‘ভারত-পাক সংঘাতের সময় পাকিস্তানের বিমানবাহিনী অসাধারণ দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।’’ রাফাল যুদ্ধবিমান প্রযুক্তিগত ভাবে খুবই উন্নত। তার মেশিনে কোনও সমস্যা ছিল না। তবে কারা ওই যুদ্ধবিমান পরিচালনা করছে, তার উপর নির্ভর করে সাফল্য। জ্যাক নাকি স্বীকার করে নেন, ভারত-পাক সংঘাতের সময় ধ্বংস হয়েছে রাফাল যুদ্ধবিমান!
পাকিস্তান সংবাদমাধ্যমগুলির এই দাবি উড়িয়ে দিয়েছে ফরাসি নৌসেনা। তারা জানিয়েছে, ক্যাপ্টেন জ্যাক লনের নাম করে যা প্রকাশ করা হচ্ছে, তা ভুয়ো। তিনি কখনই এ ধরনের মন্তব্য করেননি। প্রতিবেদনগুলি ভুল তথ্য এবং বিভ্রান্তিতে ভরা।
আরও পড়ুন:
ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান ভারত ব্যবহার করে থাকে। গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে সেনা সংঘাতের সময়ও ওই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। এমনকি, রাফাল ধ্বংস করা হয়েছে বলেও বার বার দাবি করেছে তারা। ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধান অনিল চৌহান একটি সাক্ষাৎকারে মেনে নিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কিন্তু কতগুলি, বা আদৌ তা রাফাল কি না, তা তিনি স্পষ্ট করেননি।
ভারত-পাকিস্তান সংঘাতের পরেই ফ্রান্সের তৈরি রাফালের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। ফ্রান্স সেই সময় দাবি করে, তাদের যুদ্ধবিমান নিখুঁত। রাফালের বিরুদ্ধে ভুয়ো প্রচার অভিযান চলছে এবং ফরাসি আধিকারিকেরা তার মোকাবিলার চেষ্টা করছেন, দাবি করেছিল সে দেশের সরকার।