রাজস্থানের উদয়পুরে এক ফরাসি পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠল। সোমবার ওই পর্যটকের সঙ্গে পার্টিতে আলাপ হয় এক যুবকের। তার পর তাঁকে উদয়পুর ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। যুবকের সেই প্রস্তাব গ্রহণ করেন ওই বিদেশিনি।
অভিযোগ, যুবক বিদেশিনিকে তাঁর ফ্ল্যাটে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর একটি এফআইআর দায়ের করেছেন পর্যটক। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, গত ২২ জুন দিল্লি থেকে উদয়পুর আসেন। অম্বামাতা এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি। সোমবার রাতে টাইগার হিলের কাছে একটি ক্যাফেতে পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই অভিযুক্তের সঙ্গে আলাপ হয় ফরাসি তরুণীর।
তাঁর দাবি, অভিযুক্ত যুবক তাঁকে কথায় কথায় উদয়পুরের বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্তু ঘোরাতে নিয়ে যাওয়ার পরিবর্তে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। ঘরে ঢুকতেই ওই যুবক তাঁকে কুপ্রস্তাব দেন। তিনি মানতে রাজি না হওয়ায় জোরজবরদস্তি করেন। নির্যাতিতার দাবি, তাঁর ফোনে চার্জ না থাকায় কাউকে ফোন করে সাহায্যও চাইতে পারেননি। তিনি কোনওমতে যুবকের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে স্থানীয়দের সাহায্যে থানায় যান। তার পর ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।