দু’সপ্তাহ পরেই বিহারে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রার্থীদের সমর্থনে প্রচারও চলছে জোরকদমে। মঙ্গলবার মুজফ্ফরপুরে নির্বাচনী প্রচারে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে অওরাই বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রমা নিষাদের সমর্থনে এক জনসভায় গিয়েছিলেন নীতীশ। সেই সভায় নীতীশের একটি ঘটনাকে কেন্দ্র করে ভোট রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। বিরোধী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নীতীশের ওই ঘটনায় আক্রমণ শানাতে শুরু করেছে।
সভা শুরু হতেই মঞ্চে বিজেপি প্রার্থী রমা নিষাদকে ডেকে নেন নীতীশ। বিজেপি প্রার্থী নীতীশকে করজোড়ে প্রণাম করেন। নীতীশ তাঁকে অভিনন্দন জানান। তার পর একটি মালা নিয়ে নিষাদের গলায় পরিয়ে দিতে উদ্যত হন। কিন্তু তখন তাঁর হাত ধরে বাধা দেন দলের নেতা তথা জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। নিষাদের গলায় মালা না পরিয়ে তাঁর হাতে দেওয়ার জন্য ইশারা করেন তিনি। বাধা পেয়ে একটু উষ্মা প্রকাশ করেন নীতীশ। তার পরই ঝা-কে উদ্দেশ্য করে মন্তব্য ছুড়ে দেন, ‘‘আজব লোক তো আপনি!’’ তার পর বিষয়টিকে একটু হালকা করতে নিষাদের হাতে মালাটি ছুঁয়ে নেন। তার পর তাঁর গলায় মালা পরিয়ে দেন। নীতীশের এই কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত দলীয় নেতাদের মধ্যে হাসির রোল ওঠে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
ভোটের আগে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নীতীশকে আক্রমণে নেমে পড়েছে বিরোধী দল। আরজেডি নেতা তেজস্বী যাদব নীতীশকে এই কাণ্ডের জন্য খোঁচা দিয়ে তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা তিনি কটাক্ষ করে বলেন, ‘‘অদ্ভুত মানুষ তো! মুখ্যমন্ত্রী যদি সুস্থ হতেন, তা হলে এ ধরনের কাজ করতেন?’’ এর পরই তেজস্বী প্রশ্ন তোলেন, এই ঘটনা থেকে স্পষ্ট তিনি কতটা মানসিক ভাবে সুস্থ।
প্রসঙ্গত, আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন। ১৪ নভেম্বর ভোটগণনা।