Advertisement
১৬ জুন ২০২৪

গাজিয়াবাদে গণধর্ষণ

এক বিবাহিতা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। শুক্রবার রাতে গাজিয়াবাদের এল অ্যান্ড টি চকের কাছে একটি নির্জন এলাকা দিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা।

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০২:৩২
Share: Save:

এক বিবাহিতা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। শুক্রবার রাতে গাজিয়াবাদের এল অ্যান্ড টি চকের কাছে একটি নির্জন এলাকা দিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সঙ্গে ছিলেন তাঁর এক পুরুষবন্ধুও। মহিলা তাঁর অভিযোগে জানান, বন্দুক দেখিয়ে তাঁদের পথ রুখে দাঁড়ায় চার জনের একটি দল। তার পরেই তাঁর সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে ওই চার জন। তাঁর পুরুষবন্ধু হস্তক্ষেপ করলে তাঁকেও মারধর করে। পরে মহিলাকে একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে তিনি জানান। পুলিশ জানায়, তাঁদের টাকা-মোবাইলও কেড়ে নেয় ওই চার জন। মহিলার বিবরণ অনুযায়ী, পুলিশ ওই চার জনের খোঁজ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gangrape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE