Advertisement
০১ মে ২০২৪
Firecracker

গায়ে বাজি পড়ে পুড়ে গেল হাত, বুক, দীপাবলির আনন্দের মধ্যেই মৃত্যু শিশুকন্যার

ঘটনাটি তামিলনাড়ুর রানিপেত এলাকার। গায়ে বাজি পড়ে মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুকন্যার।

representative photo of deadbody

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
চেন্নাই শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১২:৪১
Share: Save:

এক লহমায় ম্লান হয়ে গেল দীপাবলির আনন্দ। বাজি পোড়াতে গিয়ে অঘটন। গায়ে বাজি পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুকন্যার। ঘটনাটি তামিলনাড়ুর রানিপেত এলাকার। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার দীপাবলি উপলক্ষে পরিবারের সঙ্গে আলোর উৎসবে শামিল হয়েছিল ওই খুদে। বাজি পোড়াচ্ছিলেন সকলে। সেই সময়ই একটি বাজি ওই শিশুকন্যার গায়ে পড়ে যায়। এর জেরে শিশুকন্যার বুক এবং হাত পুড়ে যায়।

তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ।

দীপাবলিতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে হায়দরাবাদেও। নামপল্লী এলাকায় একটি বহুতলে আগুন লাগে। এই ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিন জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diwali Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE