Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Madhya Pradesh

Madhya Pradesh: ‘আপনারা মরুন’, স্কুল ফি নিয়ে অভিভাবকদের উদ্দেশে মন্তব্য মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর

অভিভাবকরা প্রশ্ন তোলেন, স্কুলগুলো যে ভাবে ফি আদায় করছে আমরা কী করব?  এই প্রশ্ন শুনেই বেজায় চটে যান পারমার।

মন্ত্রীর কাছে অভিযোগ জানাচ্ছেন অভিভাবকরা।

মন্ত্রীর কাছে অভিযোগ জানাচ্ছেন অভিভাবকরা।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৮:২১
Share: Save:

স্কুলের ফি বাড়ানো নিয়ে অভিভাবকদের প্রশ্নে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দ্র সিংহ পারমার।

অভিভাবকরা প্রশ্ন তোলেন, স্কুলগুলো যে ভাবে ফি আদায় করছে আমরা কী করব? এই প্রশ্ন শুনেই বেজায় চটে যান পারমার। তার পরই অভিভাবকদের উদ্দেশে বলেন, “যান মরুন।” অভিভাবকদের উদ্দেশে তাঁর এই মন্তব্যের জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে পারমারকে। কংগ্রেস কটাক্ষ করে বলেছে এটাই বিজেপি সরকারের ‘শক্তির দম্ভ’।

অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন বেসরকারি স্কুলগুলো নিজেদের ইচ্ছা মতো ফি আদায় করছে অভিভাবকদের কাছ থেকে। অতিমারি পরিস্থিতিতে সেই ফি দিতে অনেকেই হিমশিম খাচ্ছেন। শিক্ষা দফতর এ নিয়ে কী ভাবছে, স্কুলগুলোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কি না তা জানার জন্য মঙ্গলবার শিক্ষামন্ত্রী পারমারের সঙ্গে দেখা করেন এক দল অভিভাবক। তখনই তিনি তাঁদের উদ্দেশ এই মন্তব্য করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh education minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE