দিল্লির লালকেল্লা চত্বরে জৈনদের একটি ধর্মীয় উৎসব চলছে। আগামী ১০ দিন ধরে এই উৎসব চলবে। এই উৎসব থেকেই চুরি হয়ে গেল কয়েক কোটি টাকার জিনিস। এই ঘটনার পরে হুলস্থুল পড়ে যায়। চোরের তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে দেখা গিয়েছে। তিনি সাদা বস্ত্র পরে উৎসবে আসা অতিথিদের ভিড়ে মিশে গিয়েছিলেন। আর ভিড়ের সেই সুযোগ নিয়েই সোনার কলসি চুরি করে নিয়ে যান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই কলসির মূল্য এক কোটি টাকার বেশি। শুধু কলসিই নয়, ৭৬০ গ্রামে একটি সোনার নারকেল, সোনার আরও কয়েকটি জিনিস। হিরে, চুনী এবং পান্নাখচিত ওই সোনার কলসিটি এক ব্যবসায়ীর। উৎসব উপলক্ষে তিনি প্রতি দিন ওই সমস্ত মূল্যবান জিনিস সোনার কলসিতে করে নিয়ে আসতেন।
পুলিশের কাছে উৎসব কমিটির তরফে দাবি করা হয়েছে, যে সব জিনিস চুরি গিয়েছে, সেগুলির আনুমানিক মূল্য দেড় কোটি টাকার বেশি। তদন্তে পুলিশ জানতে পেরেছে, অনুষ্ঠানের আয়োজকেরা যখন অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন, সেই সময়েই এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বুধবার এই মূল্যবান জিনিসগুলি চুরি গিয়েছে। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে প্রবেশ করতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই ফুটেজের সূত্র ধরেই চোরের খোঁজ চালানো হচ্ছে।