উত্তরপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ৭৯০ পাতার চার্জশিট আদালতে জমা দিল মেঘলায় পুলিশ। সেইসঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজার স্ত্রী সোনম রঘুবংশীই। শুক্রবার সোহরার ম্যাজিস্ট্রেট আদালতে সেই চার্জশিট পেশ করে পুলিশ। চার্জশিটে সোনম, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও তিন জনের নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, এই হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনম এবং রাজ-সহ পাঁচ অভিযুক্ত এখন বিচারবিভাগীয় হেফজতে রয়েছেন। এই হত্যকাণ্ডে সোনম এবং তাঁর প্রেমিককে সহযোগিতা করার অভিযোগে আকাশ রাজপুত, আনন্দ কুর্মি এবং বিশাল সিংহ চৌহানের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ আরও কয়েকটি ধারায় চার্জ গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
পূর্ব খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সিয়েম জানিয়েছেন, সোনম এবং রাজের সঙ্গী বাকি তিন অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট তৈরি করা হবে। এবং সেটি করা হবে ফরেন্সিক রিপোর্টের বাকিটা হাতে আসার পর। এই তিন অভিযুক্ত হলেন জমি-বাড়ির বিক্রেতা সিলম জেমস, ফ্ল্যাটমালিক লোকেন্দ্র তোমর এবং নিরাপত্তারক্ষী বলবীর আহিরওয়াড়। রাজাকে খুনের পর সোনমকে লুকিয়ে থাকতে এবং হত্যার প্রমাণ লোপাটে সহযোগিতা করার অভিযোগ রয়েছে এই তিন জনের বিরুদ্ধে। বর্তমানে এই তিন জন জামিনে মুক্ত।
প্রসঙ্গত, গত ২৩ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়ে যান রাজা এবং তাঁর স্ত্রী সোনম। ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। রাজাকে খুনের অভিযোগে সোনমের প্রেমিক, তিন ভাড়াটে খুনিকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় সোনমকে। এই হত্যকাণ্ড গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। কী ভাবে মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে রাজাকে খুন করা হয়, সেই ঘটনার পরতে পরতে ছিল রহস্য। এখনও কিছু প্রশ্নের খোঁজ চালাচ্ছে পুলিশ।