Advertisement
E-Paper

গুগলের ডুডলে আজ কিংবদন্তি সাহিত্যিক মহাশ্বেতা দেবী

আজ গুগলের পেজ খুললেই দেখা যাচ্ছে তাঁকে নিয়ে তৈরি বিশেষ ডুডল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১০:৩২
আজকের গুগল ডুডল।

আজকের গুগল ডুডল।

মহাশ্বেতা দেবী। বাঙালি কথা সাহিত্য ও মানবাধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত। ‘হাজার চুরাশির মা’, ‘রুদালি’, ‘অরণ্যের অধিকার’ ইত্যাদি কালজয়ী উপন্যাসের রচয়িতা মহাশ্বেতা দেবীর জন্মদিনে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল।

১৯২৬ সালের ১৪ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। রবিবার ৯২ তম জন্মদিন এই কালজয়ী সাহিত্যিকের। আজ গুগলের পেজ খুললেই দেখা যাচ্ছে তাঁকে নিয়ে তৈরি বিশেষ ডুডল।

মহাশ্বেতা দেবী পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে আদিবাসীদের অধিকার ও ক্ষমতায়নের দাবিতে আন্দোলনের অন্যতম পুরোধা। তিনি বাংলায় সাহিত্য অকাদেমি, জ্ঞানপীঠ ও র‍্যামন ম্যাগসাইসাই-সহ একাধিক সাহিত্য পুরস্কার পেয়েছেন। তাঁর অনন্য কৃতিত্বের জন্য পদ্মশ্রী (১৯৮৬ সালে) ও পদ্মবিভূষণ (২০০৬ সালে) সম্মান লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছিল।

আরও পড়ুন: শ্রীমহাশ্বেতা দেবী (১৯২৬-২০১৬)

মহাশ্বেতা দেবী ১০০ টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোট গল্পের রচয়িতা। ২০১৬ সালের ২৮ জুলাই তিনি প্রয়াত হন।

Google Doodle Mahasweta Devi মহাশ্বেতা দেবী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy