Advertisement
E-Paper

‘জরুরি অবস্থার একনায়কের নাতি’! খোঁচা জেটলির, রাহুলের নিশানায় মোদীই

টুইটারে তাঁর কটাক্ষ, ‘‘সুতরাং আমাদের প্রধানমন্ত্রী রাফাল পরীক্ষা থেকে এবং সংসদ থেকে পালিয়ে পঞ্জাবে লাভলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বক্তৃতা দিতে যাচ্ছেন। ছাত্রদের আমি অনুরোধ করব, আমি গতকাল যে চারটি প্রশ্ন তুলেছি, তাঁরাও যেন প্রধানমন্ত্রীকে সেই প্রশ্নগুলি করেন।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৪:৫১
টুইটারে রাহুল-মোদী তরজা। —ফাইল চিত্র

টুইটারে রাহুল-মোদী তরজা। —ফাইল চিত্র

রাফাল নিয়ে বুধবার সংসদে ঝড় হয়ে গিয়েছে। সেই ঝড়ের রেশ বৃহস্পতিবারও পুরোদমে জারি। এবার মোদীর সাক্ষাৎকার নিয়ে তরজায় জড়ালেন অরুণ জেটলিরাহুল গাঁধী। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে রাহুলকে টুইটারে বিঁধেছেন জেটলি। অন্যদিকে, রাহুলের খোঁচা, ‘‘সংসদ থেকে পালিয়ে ‘লাভলি ইউনিভার্সিটি’ সফরে মোদী।

নতুন বছর শুরুর দিন মঙ্গলবার একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেন মোদী। তাতে রাফাল নিয়ে মোদী বলেছিলেন, কংগ্রেস ছাড়া রাফাল নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তার পর বুধবার লোকসভায় রাফাল নিয়ে বিতর্ক হয়। সেই বিতর্কে রাহুল বলেন, ৯৫ মিনিটের মোদীর ওই সাক্ষাৎকার ছিল সাজানো (ফিক্সড)। পরে সাংবাদিক সম্মেলনেও একই কথা বলার পাশাপাশি ওই সংবাদ সংস্থার যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, তাঁকে ‘প্রভাবিত’ বলেও উল্লেখ করেন রাহুল।

সেই প্রসঙ্গ টেনেই এদিন টুইটারে রাহুলকে আক্রমণ করেন অরুণ জেটলি। তিনি লিখেছেন, ‘‘জরুরি অবস্থা চাপিয়ে দেওয়া একনায়কের নাতি তাঁর আসল ডিএনএ-র পরিচয় দিয়েছেন। এক জন স্বাধীন সম্পাদককে আক্রমণ এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য অবমাননা করেছেন।’’ মুক্তমনাদের দিকে আঙুল তুলে জেটলির কটাক্ষ, ‘‘তথাকথিত সেই সব বিদ্দ্বজনরা চুপ কেন?’’ সম্পাদকদের সংগঠনকে এক হাত নিয়ে জেটলির টুইট, ‘‘এডিটর্স গিল্ডের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’’

আরও পড়ুন: ‘২০ মিনিট একা নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে চাই’

লোকসভায় রাফাল নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি খারিজ হয়েছে। কিন্তু রাহুল গাঁধী এবং তাঁর ঘনিষ্ঠরা মনে করছেন, মূল দাবি খারিজ হলেও বিতর্কে তাঁদেরই জয় হয়েছে। এমনকি, তর্ক করতে গিয়ে জেটলিও খেই হারিয়ে রাফালের দামও প্রকাশ করে ফেলেছেন। এই জয়ের রেশ ধরে রেখেই এদিন ফের মোদীকে আক্রমণ করেছেন রাহুল। টুইটারে তাঁর কটাক্ষ, ‘‘সুতরাং আমাদের প্রধানমন্ত্রী রাফাল পরীক্ষা থেকে এবং সংসদ থেকে পালিয়ে পঞ্জাবে লাভলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বক্তৃতা দিতে যাচ্ছেন। ছাত্রদের আমি অনুরোধ করব, আমি গতকাল যে চারটি প্রশ্ন তুলেছি, তাঁরাও যেন প্রধানমন্ত্রীকে সেই প্রশ্নগুলি করেন।’’

আরও পড়ুন: থোড়াই কেয়ার পুলিশ, ক্যামেরা! কালীঘাটে গোয়েন্দারই পকেটমার

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাক্ষাৎকার নিয়ে রাহুলের মন্তব্যের প্রসঙ্গ সামনে এনে রাফাল ইস্যুকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিতে চাইছেন জেটলি। যদিও রাহুল আঁকড়ে ধরে রেখেছেন রাফালকেই।এবং আসন্ন লোকসভা ভোট পর্যন্ত রাফালকে তিনি জিইয়ে রাখতে চাইছেন কংগ্রেস সভাপতি, মত রাজনৈতিক মহলের।

Rafale Arun Jaitley Rahul Gandhi Emergency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy