Advertisement
E-Paper

মাথায় টোপর উঠতেই বুকে ব্যথা! সাত পাকে বাঁধা পড়ার আগেই হৃদ্‌রোগে মৃত্যু পাত্রের

আয়নার সামনে বরের পোশাকে নিজেকে সাজিয়ে তুলছিলেন তিনি। মাথায় টোপর পরতেই হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১০:৫৪
representative image of wedding

চারহাত এক হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাত্র। প্রতীকী চিত্র।

বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ফুল এবং আলোর সজ্জায় সে়জে উঠেছে বাড়ি। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তার পরেই জীবনের নতুন পর্বে পা রাখবেন তরুণ। বিয়ের সানাই বেজে উঠেছে। বরও তাঁর সাজপোশাকে তৈরি। সবেমাত্র টোপর পরতে যাবেন, ঠিক সেই সময়ে এল বিপদ। অস্বাভাবিক বুকে ব্যথা শুরু হয়ে যায় বরের। জীবনসঙ্গিনীর সঙ্গে চারহাত এক হওয়ার আগেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মঙ্গলবার উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাজকমল।

পুলিশ সূত্রে খবর, কোলিপুরওয়া আত্তাইসা গ্রামে বরযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল রাজকমলের। আয়নার সামনে বরের পোশাকে নিজেকে সাজিয়ে তুলছিলেন তিনি। মাথায় টোপর পরতেই হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে রাজকমলকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।

কিন্তু বাঁচানো যায়নি পাত্রকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকেরা রাজকমলকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন রাজকমল।

Heart Attack Groom Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy