Advertisement
E-Paper

জিএসটির নতুন হারে মুদিখানা এবং মণিহারির খরচ কমবে ১৩ শতাংশ! আনুমানিক হিসাব কেন্দ্রের

দেবীপক্ষের সূচনায় সোমবার থেকে চালু হয়েছে ‘পণ্য ও পরিষেবা কর’ (জিএসটি)-এর নতুন হার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের এই পদক্ষেপের এর ফলে অনেক ক্ষেত্রেই কমে যাবে সংসারের খরচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
GST 2.0 will bring down grocery bills by 13 percent

জিএসটির নতুন হারে কমবে মুদিখানার খরচ। ছবি: পিটিআই।

সোমবার থেকে চালু হয়েছে ‘পণ্য ও পরিষেবা কর’ (‘গুড্স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ বা জিএসটি)-এর নতুন কাঠামো। কমেছে স্তর কাঠামো (স্ল্যাব)। পাশাপাশি, বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর জিএসটির হার কমিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবর জিএসটি ২.০ চালু হওয়ার ফলে মুদিখানার খরচ ১৩ শতাংশ কমে যাবে!

এর পাশাপাশি মণিহারি সামগ্রী-সহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের খরচ প্রায় একই পরিমাণ কমবে। পোশাক, জুতো, ওষুধের ক্ষেত্রে সাশ্রয় হবে ৭-১২ শতাংশ। ছোট গাড়ি কেনার ক্ষেত্রে বাঁচবে প্রায় ৭০,০০০ টাকা! সোমবার থেকে জিএসটির নতুন হার শুরু হওয়ায় মুদিখানা, কৃষি সরঞ্জাম, টিভি এবং অটোমোবাইল-সহ ৩৭৫টি পণ্য সস্তা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের অনুমান, ১৮০০ সিসি পর্যন্ত ট্রাক্টর কেনার ক্ষেত্রে ৪০০০০ টাকা সাশ্রয় হবে। কারণ, ট্রাক্টরের উপর জিএসটি হার আগের ১২-১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মোটরবাইক ও স্কুটার (৩৫০ সিসি পর্যন্ত) কেনার ক্ষেত্রে ৮০০০ টাকা সাশ্রয় হবে। টিভি (৩২ ইঞ্চির উপরে) কিনতে গেলে খরচ কমবে প্রায় ৩৫০০ টাকা। বাতানুকুল যন্ত্র কিনতে ২৮০০ টাকা সাশ্রয় হবে। কারণ এই পণ্যগুলির জিএসটি হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

সোমবার থেকে কার্যকর হওয়া নতুন হারের ফলে জিএসটি কার্যত দ্বি-স্তর কাঠামোতে পরিণত হয়েছে। বেশিরভাগ পণ্য ও পরিষেবা কর ৫ শতাংশ এবং ১৮ শতাংশ কর আরোপ করা হবে। মদ এবং বিলাস সামগ্রীর মতো ‘পাপের পণ্যে’র (কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ভাষ্য অনুযায়ী) উপর ৪০ শতাংশ কর আরোপ করা হবে। অন্য দিকে, সিগারেট, গুটখার মতো তামাকজাত সংশ্লিষ্ট পণ্য ২৮ শতাংশ কর এবং অতিরিক্ত সেস বিভাগে থাকবে। যদিও বিড়িতে জিএসটির হার ২৮ শতাংশ কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

New GST Rate GST Rate Cuts Nirmala Sitharaman GST GST 2.0 GST Rate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy