Advertisement
০২ অক্টোবর ২০২৩
Gujarat

নাবালককে অপহরণ করে যৌন নির্যাতন, সুরতে গ্রেফতার ২৩ বছরের যুবতী

বছরের ওই যুবতীর বিরুদ্ধে পকসো আইনেও মামলা দায়ের করেছে পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
সুরত শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১০:০৯
Share: Save:

নাবালককে অপহরণ এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবতীকে। ২৩ বছরের ওই যুবতীর বিরুদ্ধে পকসো আইনেও মামলা দায়ের করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাতে।

পুলিশ জানিয়েছে, ১৭ বছরের ওই নাবালক ২৫ মে থেকে নিখোঁজ ছিলেন। গুজরাতের আনন্দ থেকে নিখোঁজ হয় সে। ২৭ মে নাবালকের পরিবারের লোক থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে। এর পর তদন্তে নামে পুলিশ। এর দু’সপ্তাহ পর সুরত থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালককে।

পুলিশ জানিয়েছে, বিয়ের করার অছিলায় আনন্দ থেকে নাবালককে অপহরণ করে আনন্দ থেকে সুরতে নিয়ে এসেছিলেন ওই যুবতী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানাতে পেরেছে, সেখানে ওই নাবালকের উপর যৌন নির্যাতনও করেছেন তিনি। ওই যুবতীকে গ্রেফতার করে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE