গুজরাত দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে খারিজের পর দিনই সমাজকর্মী তিস্তা শেতালওয়াড়কে আটক করল গুজরাত সন্ত্রাস দমন বাহিনী (অ্যান্টি-টেরর স্কোয়াড)। মুম্বইয়ে সমাজকর্মীকে আটক করা হয়েছে বলে খবর। কী অভিযোগে তিস্তাকে আটক করা হয়েছে, তা স্পষ্ট নয়।
তিস্তাকে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আইনজীবী বলেন, ‘‘আমাদের কিছু জানানো হয়নি। বাড়িতে (তিস্তার বাড়ি) আচমকাই ঢুকে পড়েন ওঁরা (এটিএসের আধিকারিকরা)। ওঁরা তিস্তাকে হেনস্থা করেছেন।’’
ঘটনাচক্রে শনিবারই সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তিস্তার নাম নেন। শাহ বলেছেন, ‘‘সরকার হিংসা (গুজরাত হিংসা) রুখতে সচেষ্ট ছিল। মুখ্যমন্ত্রী (সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী) বার বার শান্তির আবেদন করেছিলেন। মোদী সর্বদা আইনের পক্ষে ছিলেন। কিন্তু মিথ্যা তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল। মিডিয়া ও এনজিও এ কাজ করেছে। তিস্তা শেতলওয়াড়ের এনজিও এর পিছনে ছিল।’’