Advertisement
২১ মে ২০২৪
Teesta Setalvad

সমাজকর্মী তিস্তার জামিনের আর্জি খারিজ গুজরাত হাই কোর্টে, অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ

২০০২ সালে গোধরা পরবর্তী গুজরাত হিংসা নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচার চালানোর অভিযোগ উঠেছে তিস্তা শেতলবাদের বিরুদ্ধে। ২০২২ সালের ২৫ জুন তিস্তাকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ।

photo of Teesta Setalvad

সমাজকর্মী তিস্তা শেতলবাদ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
আমদাবাদ শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১২:০৪
Share: Save:

সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল গুজরাত হাই কোর্ট। অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। ২০০২ সালে গুজরাত হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। সেই মামলায় তিস্তার জামিনের আর্জি খারিজ করে দিল গুজরাতের উচ্চ আদালত।

২০০২ সালে গোধরা পরবর্তী গুজরাত হিংসা নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচার চালানোর অভিযোগে ২০২২ সালের ২৫ জুন তিস্তাকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। যে ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দেশে। গ্রেফতার হওয়ার প্রায় আড়াই মাস পরে জামিন পেয়েছিলেন তিনি। গুজরাতের জঙ্গি দমন শাখার (এটিএস) হাতে ধৃত তিস্তার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন রয়েছে।

তিস্তার জামিনের আর্জির বিরুদ্ধে এর আগে গুজরাত হাই কোর্টে সওয়াল করেছিল সে রাজ্যের সরকার। হাই কোর্টে গুজরাত সরকারের কৌঁসুলি জানিয়েছিলেন, তিস্তাকে জামিন দেওয়া হলে তিনি প্রমাণ লোপাট করতে পারেন।গুজরাত হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন রয়েছেন তিস্তা। ধারাবাহিক ভাবে ওই পরিবারগুলিকে আইনি সহায়তাও দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teesta Setalvad Gujarat High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE