ফের প্যারোলে মুক্তি পেলেন দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিংহ। সোমবার ৪০ দিনের প্যারোলে ছাড়া পেয়ে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়েছেন তিনি। সব মিলিয়ে আট বছরের জেলমেয়াদের ৪০৫ দিনই জেলের বাইরে থাকবেন রাম রহিম!
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ সুনারিয়া জেলা জেল থেকে কড়া পুলিশি প্রহরার মধ্যে একটি এসইউভিতে চেপে জেল চত্বর ছাড়েন রাম রহিম। আপাতত সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ডেরার মুখপাত্র এবং আইনজীবী জিতেন্দ্র খুরানা জানিয়েছেন, প্যারোলে মুক্ত থাকাকালীন আশ্রমেই থাকবেন রাম রহিম।
আরও পড়ুন:
এই নিয়ে গত আট বছরের মধ্যে ১৫ বার প্যারোলে মুক্তি দেওয়া হল রাম রহিমকে। তা নিয়ে বিতর্ক এবং সমালোচনাও কম হয়নি। এর আগে ২০২৫ সালের অগস্টে ৪০ দিনের প্যারোলে কারাগার থেকে মুক্তি পান রাম রহিম। ওই বছরই এপ্রিলে তাকে ২১ দিনের ছুটি দেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ৩০ দিনের প্যারোলে জেল থেকে ছাড়া পান তিনি। তার তিন মাস আগে, ২০২৪ এর অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন কয়েক দিন আগেও রাম রহিম জেল থেকে ছাড়া পেয়েছিলেন। একই ভাবে, ২০২২ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনের মাত্র দু’সপ্তাহ আগে রাম রহিমকে তিন সপ্তাহের জন্য জেল থেকে বেরোতে দেওয়া হয়েছিল।
২০০২ সালে রাম রহিমের ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংহের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও ২০২৪ সালের মে মাসে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট রাম রহিমকে মুক্তি দিয়েছে। তবে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হন হরিয়ানার স্বঘোষিত গুরু। ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। তার পর থেকেই রোহতকের জেলে বন্দি রয়েছেন তিনি।