Advertisement
E-Paper

পহেলগাঁও হামলার আগে পাক হাইকমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল! জেরায় স্বীকার জ্যোতির, দাবি পুলিশের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জ্যোতি মলহোত্রা। জেরায় তিনি নিজেই সে কথা স্বীকার করেছেন বলে দাবি করল হরিয়ানা পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২০:০৯
জ্যোতি মলহোত্রা।

জ্যোতি মলহোত্রা। —ফাইল ছবি।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জ্যোতি মলহোত্রা। জেরায় তিনি নিজেই সে কথা স্বীকার করেছেন বলে দাবি করল হরিয়ানা পুলিশ।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি গ্রেফতার হওয়ার পরেই তাঁর সঙ্গে পাক হাইকমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। হাইকমিশনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জ্যোতি। সেই অনুষ্ঠানে যাওয়া, পাক হাইকমিশনের বেশ কয়েক জন আধিকারিকের সঙ্গে তাঁর আলাপচারিতার একটি ভিডিয়োও নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন হরিয়ানার ইউটিউবার। সে সব কথাই এ বার নিজের মুখে জ্যোতি স্বীকার করেছেন বলে দাবি করল পুলিশ।

হিসার পুলিশের মুখপাত্র বিকাশ কুমার জানান, জ্যোতি জেরায় স্বীকার করেছেন যে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত দানিশের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনা ঘটে এপ্রিল মাসে। তদন্তকারীদের একাংশ মনে করছেন, জ্যোতির থেকে নানা রকম তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দানিশ।

বিকাশ বলেন, ‘‘জ্যোতি স্বীকার করেছে, দানিশের সঙ্গে ওর সরাসরি যোগাযোগ ছিল। এ ছাড়াও আরও বেশ কয়েক জন নেটপ্রভাবীর সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির। ওর তিনটে মোবাইল ফোন, ল্যাপটপ এবং হরিয়ানা শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির আইটি প্রধান হরকিরত সিংহের দু’টি মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’’

জ্যোতির সঙ্গে দানিশের কতটা ঘনিষ্ঠতা ছিল, তা তাঁর সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়ো থেকে আন্দাজ করতে পেরেছেন তদন্তকারীরা। জ্যোতির পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, নয়াদিল্লিতে পাক হাই কমিশনে তাঁকে স্বাগত জানান দানিশ। জ্যোতিকে বলতে শোনা যায়, ‘‘ওঁকে এবং এই আয়োজন দেখে আমি দারুণ খুশি হয়েছি।’’ তার পরে পার্টি যেখানে চলছে, সেখানে প্রবেশ করেন জ্যোতি। ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁকে অন্য অতিথিদের সঙ্গে ‘ইউটিউবার’ বলে পরিচয় করিয়ে দেন সেই দানিশই। দানিশকে বলছে শোনা যায়, ‘‘ইনি হলেন এক জন ইউটিউবার এবং ভ্লগার। ওঁর নাম জ্যোতি। ওঁর চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। এক লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলে।’’

এর পরে জ্যোতির সঙ্গে নিজের স্ত্রীর পরিচয় করিয়ে দেন দানিশ। তাঁরা দু’জনে পাকিস্তানের জাতীয় দিবস নিয়ে আলোচনা করেন। ওই ইফতার পার্টিতে উপস্থিত ভারতীয়দের সঙ্গেও কথা বলতে দেখা যায় জ্যোতিকে। তাঁরা কখনও পাকিস্তানে গিয়েছিলেন কি না, জিজ্ঞেস করেন ইউটিউবার। তার পরে বলেন, ‘‘আমি পাকিস্তানে যেতে চাই।’’ প্রায় ১৫ মিনিটের সেই ভিডিয়োর শেষে জ্যোতিকে পার্টিতে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান দানিশ। দু’জনের এই কথোপকথন এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Jyoti Malhotra Operation Sindoor 2025 Pahalgam Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy