হাত বাঁধা। শরীরের বেশির ভাগটাই ঝলসে গিয়েছে। ভুট্টার খেত থেকে উদ্ধার হল এক তরুণীর আধপোড়া দেহ। আর এই ঘটনাই হুলস্থুল ফেলে দিয়েছে বিহারের নবগছিয়া পুলিশের জেলার রংরা থানা এলাকায়। পরিবারের অভিযোগ, তরুণীকে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৩১ মে কলেজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তরুণী। কিন্তু আর ঘরে ফেরেননি। নিখোঁজ হওয়ার পর পরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। কিন্তু তরুণীর পরিবারের দাবি, পুলিশ অভিযোগ পাওয়ার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। তরুণীর মোবাইল খোলা ছিল। কিন্তু তাঁর অবস্থান চিহ্নিত করার কোনও তাগিদ দেখায়নি পুলিশ। পরিবারের আরও অভিযোগ, পুলিশ সুপারের কাছে গিয়েও কোনও সুরাহা হয়নি বলে তরুণীর পরিবারের অভিযোগ।
আরও পড়ুন:
মঙ্গলবার সকালে গ্রাম থেকে কিছুটা দূরে ভুট্টাখেতে কাজ করার সময় স্থানীয়েরা আধপোড়া এক তরুণীর দেহ দেখতে পান। হাত বাঁধা ছিল তাঁর। পাশে পড়েছিল একটা সাইকেল। কিছু কাগজপত্র। মহকুমা পুলিশ আধিকারিক ওমপ্রকাশ জানিয়েছেন, দেহটি দেখে মনে হচ্ছে, প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।