Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ইতিহাস এ বার বাস্তবে

বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাচীণ সভ্যতার বসবাস। পর পর সার দিয়ে দাঁড়ানো বাড়িগুলিই বলে দিচ্ছে, তাঁদের জীবনযাপন ছিল বেশ আধুনিক। ঠিক যেমনটি ছিল হরপ্পা-মহেঞ্জোদরো সভ্যতা। সেটির মতো প্রাচীন না হলেও হাজার দুয়েক বছর কি তারও বেশি পুরনো এই নতুন সভ্যতা। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় খনন কার্য করতে গিয়ে এই সভ্যতার খোঁজ পেয়ে পুরাতত্ত্ববিদরা রীতিমতো অবাক। কেন?

সংবাদ সংস্থা
মাদুরাই শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৪:২৪
Share: Save:

বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাচীণ সভ্যতার বসবাস। পর পর সার দিয়ে দাঁড়ানো বাড়িগুলিই বলে দিচ্ছে, তাঁদের জীবনযাপন ছিল বেশ আধুনিক। ঠিক যেমনটি ছিল হরপ্পা-মহেঞ্জোদরো সভ্যতা। সেটির মতো প্রাচীন না হলেও হাজার দুয়েক বছর কি তারও বেশি পুরনো এই নতুন সভ্যতা। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় খনন কার্য করতে গিয়ে এই সভ্যতার খোঁজ পেয়ে পুরাতত্ত্ববিদরা রীতিমতো অবাক। কেন?

কারণ ঠিক এমনই সভ্যতার গল্পকথা দিয়ে গাঁথা তামিল আদি জনজীবন নিয়ে লেখা সঙ্গম সাহিত্যে। সাহিত্যের সে গল্প সবাই জানলেও কোন জায়গাকে কেন্দ্র করে গল্পগুলি লেখা, এত দিন তা ঠাহর করতে পারছিলেন না ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ। ২০১৩-১৪-তে ভাইগাই নদীতলে খনন কার্যের পর কিলাড়ি গ্রামকে বেঁছে নেন পুরাতত্ত্ববিদেরা। আর সেখানেই ৮০ একর জমিতে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে মিলেছে এই প্রাচীন সভ্যতার খোঁজ। যে দলটি খনন কার্য চালাচ্ছিল, সেই দলের প্রধান কে অমরনাথ রামকৃষ্ণ জানান, এলাকা থেকে বেশ কিছু জিনিসপত্রও পাওয়া গিয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘‘রাজা-রানি-প্রাসাদ-তাঁদের জীবনযাত্রা এত দিন বইয়ের পাতায় ছিল। এ বার তাদের অস্তিত্ব সামনে এল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE