Advertisement
০৬ ডিসেম্বর ২০২৪
Hathras Gang Rape

হাথরসের পথে আটক সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ ধারা দিল পুলিশ

ইউএপিএ আইনের ১৭ নম্বর ধারায় ‘জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ’-এর অভিযোগ আনা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।

সাংবাদিক সিদ্দিক কাপ্পান। ছবি: টুইটার থেকে

সাংবাদিক সিদ্দিক কাপ্পান। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ১৬:০১
Share: Save:

হাথরসে যাওয়ার পথে গ্রেফতার পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র সদস্য কেরলের সেই সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ ধারা দিল যোগী আদিত্যনাথের পুলিশ। তাঁর সঙ্গেই ধৃত আরও তিন জনের বিরুদ্ধেও একই ধারায় এফআইআর দায়ের হয়েছে। ইউএপিএ আইনের ১৭ নম্বর ধারায় ‘জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ’-এর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

উত্তরপ্রদেশ পুলিশের দাবি, আগে থেকেই তাদের কাছে খবর ছিল, সোমবার সন্দেহভাজন কিছু লোক দিল্লি থেকে হাথরসে আসছেন। ওই দিন মথুরায় একটি গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় আতিক-উর-রহমান, মাসুদ আহমেদ, আলম ও সিদ্দিক কাপ্পান নামে চার জনকে। চার জনই মৌলবাদী সংগঠন পিএফআই-এর সদস্য।

একই সঙ্গে সিদ্দিক কাপ্পান কেরলের একটি জনপ্রিয় নিউজ পোর্টালের সাংবাদিক (কন্ট্রিবিউটর)। আদপে কেরলের বাসিন্দা হলেও দিল্লিতে সাংবাদিকতা করেন কাপ্পান। তিনি আবার ‘কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস’— এর দিল্লি শাখার সভাপতি। অন্য তিন জনের সঙ্গে কাপ্পানের বিরুদ্ধেও এইউএপি ধারা দেওয়ায় যোগী পুলিশের বিরুদ্ধে সরব সংশ্লিষ্ট মহলের একাংশ। যদিও উত্তরপ্রদেশ পুলিশের দাবি, জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই হাথরসে যাচ্ছিল ওই দলটি। যদিও ধৃতদের দাবি, হাথরস গণধর্ষণ ও খুনের ঘটনার তথ্য সংগ্রহ করতেই যাচ্ছিলেন তাঁরা।

আরও পড়ুন: উন্নাও ‘গণধর্ষিতা’র ভাইপো নিখোঁজ, ভয় দেখাতে অপহরণ?

আরও পড়ুন: মাদক মামলায় কোন পাঁচ শর্তে জামিন পেলেন রিয়া

অন্য বিষয়গুলি:

Hathras Hathras Gang Rape PFI UAPA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy