স্কুলের ভিতরেই এক পার্শ্বশিক্ষককে (শিক্ষা মিত্র) চটি দিয়ে মারার অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সকলের সামনে ওই পার্শ্বশিক্ষককে পর পর আঘাত করতে থাকেন তিনি। অভিভাবকদের কয়েক জন প্রধানশিক্ষককে নিরস্ত করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির মহানগুখেড়া প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম অজিত কুমার। অভিযোগ, শুক্রবার সকালে স্কুলে যেতেই পার্শ্বশিক্ষক সীমা দেবীকে চটি দিয়ে মারেন। কিন্তু কেন তাঁকে মারলেন প্রধানশিক্ষক, বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রধানশিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষা আধিকারিক।
प्राथमिक विद्यालय में प्रधानाचार्य ने शिक्षामित्र को जूतों से पीटा, वीडियो वायरल,*
— UP SHIKSHA MITRA (@shiksha_mitra) June 24, 2022
*विकास खंड लखीमपुर के प्राथमिक विद्यालय महंगू खेड़ा का मामला,
शिक्षामित्रों को जो चाहे पीट देता है
ये क्या है@myogiadityanath @yadavakhilesh @thisissanjubjp @Aamitabh2 @Sajidali_Journo pic.twitter.com/264dEJbzd4
আরও পড়ুন:
জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, এক জন শিক্ষক হয়ে আর জন শিক্ষককে এভাবে মারা মোটেই কাম্য নয়। অভিযুক্ত শিক্ষক রাজ্যের শিক্ষা দফতরের ভাবমূর্তি নষ্ট করেছেন। শিক্ষকদের জন্য যে নিয়ম রয়েছে, তা লঙ্ঘন করেছেন প্রধানশিক্ষক। পাণ্ডে জেলার সমস্ত স্কুলকে সতর্কবার্তা দিয়েছেন, এ ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যদি কারও বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।