টানা বৃষ্টি চলছে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও মাঝারি। আর এই টানা বৃষ্টির জেরেই জলমগ্ন রাজধানী দিল্লি। শনিবার সকাল থেকে সেই জল পেরিয়ে কাজে বার হচ্ছেন দিল্লিবাসী। কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও তুলনায় কম। কিন্তু জলযন্ত্রণা গ্রাস করেছে দিল্লি বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের।
শনিবারও আবহাওয়া পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই, এমনই জানিয়েছে মৌসম ভবন। কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারও পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, উত্তর, পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম এবং মধ্য দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে ভারী বৃষ্টির লাল সতর্কতা।
রাত জুড়ে টানা বৃষ্টির কারণে শনিবার সকাল থেকে ব্যাঘাত ঘটেছে পরিবহণ ব্যবস্থায়। দিকে দিকে জল থাকায় যান চলাচল ব্যাহত। শুধু তা-ই নয়, প্রভাব পড়েছে বিমান চলাচলেও। দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বিমান দেরিতে চলছে। তবে এখনও পর্যন্ত কোনও বিমান বাতিল হয়নি। পরিষেবা স্বাভাবিক রয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, আবহাওয়ার কারণে প্রায় শতাধিক বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলাচল করছে।
আরও পড়ুন:
কোন কোন বিমান দেরিতে চলছে, আদৌ কোনও বিমান আবহাওয়ার কারণে বাতিল হচ্ছে কি না, সেই সম্পর্কে খোঁজখবর নিতে যাত্রীদের সংশ্লিষ্ট বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্ডিগোর তরফে তার যাত্রীদের দিল্লির যানজটের বিষয়টি সতর্ক করা হয়েছে। যাত্রীরা ইতিমধ্যেই নিজেদের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরছেন। অনেকে আবার দিল্লির জলযন্ত্রণার ছবিও সঙ্গে জুড়ে দিচ্ছেন।