গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে রাজস্থানে। বেশ কিছু জেলার বহু এলাকা জলমগ্ন। শুক্রবার থেকে ভারী বৃষ্টি রাজস্থানের অজমেঢ়েও। তার জেরে খাজা গরিব নওয়াজ় দরগার সামনে সরু গলিতে জল জমেছে। বদ্ধ জায়গায় জলস্রোত এতটাই বেশি ছিল যে, তাতে প্রায় ভেসে যাচ্ছিলেন এক পথচারী। কোনও মতে প্রাণ রক্ষা করেন স্থানীয় এক হোটেলের কর্মী। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)।
গত কয়েক বছর ধরেই মরূরাজ্য রাজস্থানে ভারী বৃষ্টি হচ্ছে। চলতি বছরও গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলছে। তার জেরে বিপর্যস্ত জনজীবন। এই আবহে একটি ভিডিয়োতে দেখা যায়, অজমেঢ়ের দরগার সামনের গলিতে জলস্রোতে ভেসে যাচ্ছেন এক পথচারী। তাঁর হাতে রয়েছে একটি জলের বোতল। জলের স্রোত এতটাই বেশি ছিল যে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজন চেষ্টা করেও তাঁকে রক্ষা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত স্থানীয় হোটেলের এক কর্মী হাত বাড়িয়ে ওই ব্যক্তিকে টেনে তোলেন।
আরও পড়ুন:
উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের উপর রয়েছে নিম্নচাপ। তা ক্রমে পূর্ব রাজস্থানের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজস্থানের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোটায়। সেখান এই ২৪ ঘণ্টায় ১৬.৬ সেন্টিমিটার বৃষ্টির হয়েছে, যা অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি বলেই গণ্য করা হয়। এই নিম্নচাপের প্রভাবে শনিবারও কোটা, অজমেঢ়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জয়পুর, উদয়পুর, ভরতপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারের পর থেকে ওই রাজ্যে কমতে পারে বৃষ্টি।