গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। যমুনোত্রী জাতীয় সড়কের কিছু অংশ জলের স্রোতে ধুয়ে গিয়েছে। কিছু অংশে আবার পাহাড় থেকে ধস নেমে রাস্তা বন্ধ রয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। কয়েক জায়গায় আবার পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।
সোমবার উত্তরকাশী পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে লিখেছে, ‘‘সিলাই বান্দ এবং ওজরির মাঝে দু’জায়গায় যমুনোত্রী জাতীয় সড়কের অংশ জলের স্রোতে ভেসে গিয়েছে। সে কারণে রাস্তা বন্ধ। রাস্তার সংস্কার শেষ করতে সময় লাগবে।’’ ওই পোস্টেই জানানো হয়েছে, ব্রহ্মকাল এবং মাহারগাঁওয়ের মাঝে ওই জাতীয় সড়কের দু’জায়গায় ধস নেমেছে। ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে।
জেলা বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, তেহরি গঢ়ওয়ালে শেষ ২৪ ঘণ্টায় ৭৯.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগ্রাখাল, চাম্বা, জাখিন্দর, দুঘামান্দারে বিদ্যুৎ সংযোগ নেই। চাম্বা ব্লকে পানীয় জলেরও অভাব রয়েছে। বারকোটের কাছে মেঘভাঙা বৃষ্টির কারণে রবিবার থেকে সোমবার পর্যন্ত চারধাম যাত্রাও বন্ধ রাখা হয়। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সাত জন নিখোঁজ।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশও। ভারী বৃষ্টির কারণে ফুলেফেঁপে উঠেছে বিপাশা নদী। কয়েক জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে। গত ২০ জুন থেকে ঝড়বৃষ্টি জনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে তিন জনের মৃত্যু হয়েছে।