রাস্তা না কি নদী, তা বোঝার উপায় নেই। কোথাও কোমরসমান জল। কোথাও আবার গলা ছুঁই ছুঁই! সেই সঙ্গে প্রবল স্রোত। রাতভর প্রবল বৃষ্টিতে এমনই অবস্থা রাজধানী হায়দরাবাদ-সহ তেলঙ্গানার বিস্তীর্ণ অংশের। বহু জায়গাতেই সেতুর উপরেও জল উঠেছে। বালানগর হ্রদের পাড় ভেঙে বসতি অঞ্চল প্লাবিত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার হায়দরাবাদ ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫০ মিলিমিটার। এর আগে মঙ্গলবার-বুধবার জুড়ে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তার পর দুর্যোগ কিছুটা কমলেও অবস্থা স্বাভাবিক হয়নি। তার মধ্যেই রাতভর প্রবল বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে দেশের ‘টেক সিটি’।
শনিবার রাত থেকেই জলবন্দি শহরবাসীর একাংশ সোশ্যাল মিডিয়ায় পরিস্থিতির খবর এবং ছবি আপলোড করতে থাকেন। কোথাও বাড়িতে জল ঢুকে পড়ায় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন ছাদে। কোথাও রাস্তায় ভাসছে গাড়ি। নিজামের শহরে বেশ কিছু বাড়িও ধসে পড়েছে। রবিবার সেই সব ছবি আর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।