ভারী বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চমোলী। বদ্রীনাথ হাইওয়ের পাঁচটি জায়গায় ধস নামায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, জোশীমঠ এবং আনিমঠের কাছে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অন্য দিকে, পাগল নালা, নন্দপ্রয়াগ, ভনেরপাণী, কামেড়া এবং চাটোয়া পিপল— বদ্রীনাথ হাইওয়ের উপর এই পাঁচ জায়গাতেও ধস নেমেছে।
প্রশাসন আরও জানিয়েছে, জ্যোতির্মঠ-মলারী হাইওয়েতে একটি সেতু ভেসে গিয়েছে। চমোলী পুলিশ জানিয়েছে, তমক নালার উপর একটি সেতু জলের তোড়ে ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। থরালী এলাকাতেও কোটাদীপের কাছে রাস্তা বন্ধ। নিতি উপত্যকার বহু জায়গা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রসঙ্গত, শুক্রবার চমোলীর দেওল তহসিলে মোপাতা গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি হয়। সেই ঘটনায় দু’জন নিখোঁজ হয়ে গিয়েছেন। আরও বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছেন, হড়পা বানের পর বহু জায়গায় পাথর এবং বোল্ডার নেমে এসেছে। যার জেরে বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন রাস্তায় গাড়ি এবং যাত্রীরা আটকে। তাঁদের উদ্ধারের কাজ চলছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শুধু বদ্রীনাথ হাইওয়েই নয়, গঙ্গোত্রী এবং যমুনোত্রী হাইওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায়। যমুনোত্রী হাইওয়ের চার জায়গায় রাস্তা ধসে গিয়েছে। গঙ্গোত্রী হাইওয়ের দুই জায়গায় ধস নেমেছে।
মৌসম ভবন জানিয়েছে, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে ২ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে।