উত্তরাখণ্ডের চারধাম রুটে দু’দিনের জন্য বন্ধ রাখা হল হেলিকপ্টার পরিষেবা। রবিবারই কেদারনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়েছে হেলিকপ্টার। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট-সহ সাত জন। তার পরেই প্রশাসনের সঙ্গে বৈঠক করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি কপ্টার পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করলেন। তিনি জানালেন, রাজ্যে আবহাওয়া খারাপ। যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কপ্টার দুর্ঘটনার পরে রবিবার উত্তরাখণ্ড প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ধামি। বৈঠকে ছিলেন ডিজিসিএ, উত্তরাখণ্ড অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন দফতরের কর্তারা, রাজ্যের মুখ্যসচিব আনন্দ বর্ধন, পর্যটন সচিব শচীন কুরবে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাজ্যে কপ্টার পরিষেবা পরিচালনার জন্য নির্দেশিকা জারি করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি, কপ্টার নিয়ন্ত্রণ এবং তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করেছেন। আর তার পরেই রবি এবং সোমবার রাজ্যে চারধাম যাত্রা করার হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনার পরেই পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন ডিজিসিএ, উত্তরাখণ্ড অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন দফতরকে।
আরও পড়ুন:
চার ধামের অন্তর্ভুক্ত রয়েছে কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। পায়ে হেঁটে যাত্রা করার পাশাপাশি এই চারধামে যাওয়ার জন্য কপ্টার পরিষেবাও রয়েছে। এর আগে বেশ কয়েক বার সেই কপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে। রবিবার কেদারনাথ থেকে ফেরার পরে গুপ্তকাশীতে ভেঙে পড়েছে কপ্টার। প্রাণ গিয়েছে সাত জনেন। গত ছ’সপ্তাহে পর পর পাঁচ বার এই চারধাম রুটে দুর্ঘটনার কবলে পড়েছে চপার।