Advertisement
০৫ মে ২০২৪
himachal pradesh

মুখ্যমন্ত্রী হওয়ার এক মাস বাদে হিমাচলে মন্ত্রিসভা সম্প্রসারণ সুখুর, মন্ত্রী বীরভদ্রের ছেলেও

গত ১১ ডিসেম্বর শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও উপমু্খ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর শপথের প্রায় এক মাস বাদে রবিবার শপথ নিলেন আরও সাত জন মন্ত্রী। তাতে রয়েছেন বীরভদ্রের পুত্র বিক্রমাদিত্যও।

শপথের ঠিক আগে মুখ্যমন্ত্রী সুখুর সঙ্গে বীরভদ্র-পুত্র বিক্রমাদিত্য।

শপথের ঠিক আগে মুখ্যমন্ত্রী সুখুর সঙ্গে বীরভদ্র-পুত্র বিক্রমাদিত্য। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শিমলা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১২:৪৮
Share: Save:

হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রায় এক মাস পর মন্ত্রিসভা সম্প্রসারণ সুখবিন্দর সিংহ সুখুর। রবিবার সাত জন নতুন মন্ত্রী শপথ নেন। এ দিন শিমলার রাজভবনে মন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে।

শিমলা গ্রামীণের কংগ্রেস বিধায়ক বিক্রমাদিত্য সিংহ শপথ নিয়েছেন। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরভদ্র সিংহের ছেলে। তাঁর মা প্রতিভা সিংহ বর্তমানে হিমাচল প্রদেশ কংগ্রেসের সভানেত্রী। বস্তুত, সুখুর সঙ্গে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন প্রতিভাও। এ বার তাঁরই ছেলে রাজ্যের মন্ত্রী হচ্ছেন। এ ছাড়াও কাসুমুপ্তির বিধায়ক অনিরুদ্ধ সিংহ, শিল্লাইয়ের বিধায়ক হর্ষবর্ধন চৌহান, কিন্নরের বিধায়ক জগৎ সিংহ নেগি-সহ মোট সাত জন কংগ্রেস বিধায়ক রবিবার মন্ত্রিপদে শপথ নেন। আগামী দিনে মন্ত্রীসভার আরও এক দফা সম্প্রসারণ হতে পারে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর।

গত ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সুখু। সেই সঙ্গেই শপথ নেন উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী। এ ছাড়া আর কেউ শপথ না নেওয়ায় এত দিন মন্ত্রিসভা চালাচ্ছিলেন এই দু’জনই। এ বার সাত জন মন্ত্রী হওয়ায় দায়ভার বণ্টন হবে। নিজেদের হাতে থাকা একাধিক দফতর ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা। বীরভদ্রের ছেলে বিক্রমাদিত্য কোন দফতর পান, তা জানা যাবে শীঘ্রই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

himachal pradesh Congress Sukhvinder Singh Sukhu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE