শান্তিতে থাকতে ইচ্ছুক কি না সেই সিদ্ধান্ত আফগানিস্তানকেই নিতে হবে। মঙ্গলবার এমনটাই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধের জন্য কাবুলকেই দায়ী করলেন তিনি।
বাণিজ্য স্থগিতের কারণ হিসাবে জঙ্গিদমনে সেই দেশের ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সেই দেশের মাটিকে জঙ্গিরা নিজেদের কার্যকলাপের জন্য ব্যবহার করছে। তিনি আরও বলেন, ‘‘তারা (আফগানিস্তানের নাগরিক) আমাদের ভাইবোন। যদি অন্তর্বর্তীকালীন আফগান সরকার এই বিষয়ে (পাকিস্তান-আফগানিস্তান পারস্পরিক সম্পর্ক)আগ্রহী না থাকে তাহলে অন্তত নিজেদের দেশের জনগণের প্রতি দয়া করে অত্যাচার বন্ধ করা উচিত।’’
আরও পড়ুন:
শাহবাজ়ের দাবি, বাণিজ্য স্থগিত কাম্য ছিল না কিন্তু কাবুল বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে দু’দেশের সংঘর্ষের পরে আফগানিস্তানের জন্য সমস্ত বাণিজ্যিক সীমানা ও সম্পর্ক বন্ধ করে দেয় পাকিস্তান। তার পরে দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হলেও সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
পাক প্রধানমন্ত্রীর দাবি, ৪ মিলিয়নেরও বেশি আফগান শরণার্থী পাকিস্তানে থাকছেন ও ব্যবসা করছেন। তবে তালিবান সরকার বাণিজ্যিক সম্পর্কে ব্যর্থ।