ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা আগেই বন্ধ করেছিল পাকিস্তান। এ বার ইসলামাবাদের সিদ্ধান্তে নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ল।
গত বছর পহেলগাঁও নিয়ে উত্তেজনার পরিস্থিতিতে দুই দেশই পরস্পরের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। পাকিস্তানের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের জন্য সেই নিষেধাজ্ঞা বহাল ছিল আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। সেই সময়সীমা বাড়ল আরও ১ মাস। পাকিস্তানের তরফে সে দেশের বিমানকর্মীদের জন্য ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারতের যুদ্ধবিমান, ভারতে নিবন্ধিত বিমান-সহ ভারতের কোনও বিমান সংস্থার মালিকাধীন, পরিচালিত এমন কী লিজ নেওয়া বিমানও।