Advertisement
E-Paper

হিমাচল বিজেপি-র দখলে, কিন্তু হেরে গেলেন ধুমল

বুথ ফেরত সব সমীক্ষা বলেছে, এ বার কংগ্রেসকে সরিয়ে ভাল ভাবেই ক্ষমতায় আসবে বিজেপি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০১:৩০
বীরভদ্র সিংহ (বাঁ দিকে) এবং প্রেম কুমার ধুমল (ডান দিকে)। ফাইল চিত্র।

বীরভদ্র সিংহ (বাঁ দিকে) এবং প্রেম কুমার ধুমল (ডান দিকে)। ফাইল চিত্র।

সরকার গঠনের একটা নিজস্ব ধারা সেই নয়ের দশকের শুরু থেকেই হিমাচল প্রদেশে রয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর এখানে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নেয় কংগ্রেস এবং বিজেপি। ২০১৭তে-ও সেই ‘ধারা’ অব্যাহত রইল।

বেলা ১২টা পর্যন্ত যা খবর তাতে, ৪৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে বেশ কয়েকটিতে তাদের জয় এসেছে। কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ১৯টিতে। ফলে এটা স্পষ্ট, দেবভূমিতে এ বার সরকার গঠন করতে চলেছে বিজেপি। যদিও বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমল এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছেন হামিকপুর কেন্দ্র থেকে।

২০১২ বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপি এ রাজ্যে প্রায় ১৯টি আসন বাড়িয়েছে। অন্য দিকে কংগ্রেস খোয়াতে চলেছে ১৭টি আসন।

আরও পড়ুন
সমীক্ষাকে ছাপিয়ে যাবেন, নিশ্চিত হিমাচলের ‘ভাবী মুখ্যমন্ত্রী’

বুথ ফেরত সব সমীক্ষায় গেরুয়া রাজ

হিমাচল প্রদেশের ফলের প্রতি মুহূর্তের আপডেট পেতে এখানে নজর রাখুন:

বিজেপি ৪১টি আসনে এগিয়ে, ২৩টি আসলে কংগ্রেস এবং অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে। সকাল ৯.৫০

বিক্রমাদিত্য সিংহ বললেন, ‘‘কংগ্রেসই এ রাজ্যে জিতবে এবং সরকার গঠন করবে, আমি নিশ্চিত।’’ সকাল ১০.১৩

রাজ্যের বিদায়ী গ্রামোন্নয়ন মন্ত্রী অনিল শর্মা মান্ডিতে এগিয়ে রয়েছেন। সকাল ৯.৪৫

ভোট গণনা, আনন্দবাজারের নিউজরুম থেকে লাইভ

এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রেমকুমার ধুমল। সকাল ৯.৩৯

শিমলা গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য সিংহ। সকাল ৯.৩১

এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। সকাল ৯.১২

হিমাচল প্রদেশে সকাল ৯টা পর্যন্ত যা হিসাব দেখা যাচ্ছে, তাতে বেশির ভাগ জায়গাতেই এগিয়ে বিজেপি। সকাল ৯.০০

সকাল ৮টায় শুরু হয়ে গেল ভোট গণনা। সকাল ৮.০০

হিমাচল প্রদেশ বিধানসভার মোট আসনসংখ্যা ৬৮ (ম্যাজিক ফিগার ৩৫)

গত ৯ নভেম্বর ভোটগ্রহণ হয় হিমাচলে

২০১২ সালের ভোটে ৩৬ আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস, বিজেপি পেয়েছিল ২৬ আসন, অন্যান্য ৬

Himachal Pradesh Himachal Himachal Pradesh Results BJP Congress হিমাচল প্রদেশ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy