হিমাচল প্রদেশের স্কুলশিক্ষকদের জন্য পোশাকবিধি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে রাজ্যের শিক্ষা দফতর। বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী রোহিত ঠাকুর। বিজ্ঞপ্তিতে কী ধরনের পোশাকবিধির কথা উল্লেখ রয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। মন্ত্রী জানিয়েছেন, শিক্ষকদের স্কুলে ‘শালীন’ এবং ‘মার্জিত’ পোশাক পরে আসা উচিত। যদিও শালীন এবং মার্জিত বলতে কী ধরনের পোশাকের কথা তিনি বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।
হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রীর কথায়, “শিক্ষকদের জন্য আমাদের সমাজে একটি বিশেষ জায়গা রয়েছে। তাঁদের শালীন এবং মার্জিত পোশাক পরে স্কুলে আসা উচিত। সেই লক্ষ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।” সমাজে বিশেষ করে পড়ুয়াদের মধ্যে এই সিদ্ধান্তের ভাল প্রভাব পড়বে বলেও জানান মন্ত্রী। যদিও তাঁর বক্তব্য, এই পোশাকবিধি গোটা হিমাচল প্রদেশ জুড়ে কড়া ভাবে জারি করা হবে না। অনেক ক্ষেত্রে স্কুলগুলিও স্বতঃপ্রণোদিত ভাবে এমন পদক্ষেপ করে, তা-ও তুলে ধরেন মন্ত্রী। উদাহরণ হিসাবে হিমাচল প্রদেশের হামিরপুরের একটি স্কুলের কথা বলেন তিনি। ওই স্কুলের কর্তৃপক্ষ নিজেদের শিক্ষকদের জন্য একটি পোশাকবিধি চালু করেছেন।
আরও পড়ুন:
এই পোশাকবিধিকে কড়া ভাবে কার্যকর করার চেয়ে উদ্যোগটিকেই বেশি গুরুত্ব দিয়ে দেখতে চান তিনি। হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, যে কোনও ভাল উদ্যোগের প্রশংসা করা উচিত। এটি রাজ্য জুড়ে কার্যকর হবে, এমনটা আমি নিশ্চিত করে বলতে পারি না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, শিক্ষকদের শালীন এবং মার্জিত পোশাক পরা উচিত, যাতে ভদ্রতা বজায় রাখে। আমাদের সমাজে শিক্ষকেরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।”