তেলঙ্গানায় মাদকপাচারের বড় চক্রের হদিস পেল পুলিশ। একটি মাদক তৈরির কারখানারও খোঁজ পেয়েছে তারা। সেখান থেকে ১২০০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার ওই কারখানা থেকে সেই মাদক এবং মাদক তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে তেলঙ্গানার চেরামাল্লি এলাকায় তল্লাশি অভিযানে যান পুলিশ এবং মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকেরা। সেখানে একটি কারখানার হদিস পান তাঁরা। ওই কারখানায় তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ মাদক নজরে আসে তাঁদের। তদন্তকারীরা জানাচ্ছেন, মাদক তৈরি জন্য ৩৫ হাজার লিটার রাসায়নিক উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, এই কারখানা থেকে মুম্বইয়ে পাচার করা হত মাদক। আর সেই পাচারে কাজে লাগানো হত স্থানীয় দুষ্কৃতী এবং এজেন্টদের।
রাসায়নিক তৈরির কারখানার আড়ালে কয়েক বছর ধরে মাদক তৈরি করা হচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ১০০ কেজি মেফেড্রোন উদ্ধার করা হয়েছে। মুম্বইয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে তেলঙ্গানা পুলিশ শনিবার ৬০টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। সেই সময় চেরামাল্লি এলাকায় মাদক তৈরির ওই কারখানার হদিস পায় তারা। কারখানা থেকে এক বাংলাদেশি মহিলা এবং তথ্যপ্রযুক্তি কর্মী-সহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।