পাকিস্তানের ছোড়া গোলায় মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার এক চিকিৎসাকর্মীর। শনিবার সকালে জম্মু-কাশ্মীরের উধমপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেন্দ্র কুমার মোগা। বায়ুসেনার মেডিক্যাল দলের সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেনার সদর দফতর।
রাজস্থানের ঝুনঝনুর বাসিন্দা সুরেন্দ্র। ১৪ বছর ধরে বায়ুসেনায় চিকিৎসাকর্মী হিসাবে কর্মরত ছিলেন। উধমপুরে বায়ুসেনার ৩৯ উইং-এর সদস্য ছিলেন সুরেন্দ্র। সেনার তরফে তাঁর শ্যালক জয়প্রকাশকে সুরেন্দ্রর মৃত্যুর খবর জানানো হয়। তাঁর কাকা সুভাষ মোগা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ায় আগ্রহী ছিলেন সুরেন্দ্র। বাড়িতে এলেই এলাকার তরুণ, যুবকদের সেনায় যোগদানে উৎসাহ দিতেন। অত্যন্ত প্রাণোচ্ছল এবং পরোপকারী ছিলেন তাঁর ভাইপো। এমনটাই জানিয়েছেন সুরেন্দ্রর কাকা।
সুরেন্দ্রর কাকা আরও জানিয়েছেন, গত এপ্রিলেই ছুটিতে বাড়িতে ফিরেছিলেন সুরেন্দ্র। পরিবারের সঙ্গে কিছু দিন সময় কাটিয়ে ১৫ এপ্রিল আবার কাজে যোগ দেন। সম্প্রতি নতুন একটি বাড়িও বানান সুরেন্দ্র। কাজে যোগ দেওয়ার দু’দিন আগে গৃহপ্রবেশও হয়। বাড়িতে রয়েছেন সুরেন্দ্রর স্ত্রী এবং তাঁর দুই সন্তান। তাদের এক জনের বয়স আট, অন্য জনের পাঁচ। সুরেন্দ্রর বাবা শিশুপাল সিরআরপিএফে ছিলেন। বাড়িতে ছিলেন না সুরেন্দ্রর স্ত্রী সীমা। তিনি বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই স্বামীর মৃত্যুসংবাদ পান। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।