Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

না জানিয়ে বিয়ে, বরের বাবাকে মারধর করে মল-মূত্র খাওয়ানোর অভিযোগ কনের পরিবারের বিরুদ্ধে

অভিযোগপত্রে বছর পঞ্চান্নর প্রৌঢ় আরও জানিয়েছেন, ওই সময় তাঁকে হুমকি দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিতে। সেটা না করলে এবং পুলিশে জানালে ফল ভাল হবে না বলেও তাঁকে শাসানো হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
রাইপুর শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৫:৫০
Share: Save:

মেয়ের বাড়িতে না জানিয়েই বিয়ে করেছিলেন বায়ুসেনার অফিসার। সেই ‘অপরাধ’-এ তাঁর বাবাকে বেধড়ক মারধর করে গায়ে প্রস্রাব করা এবং মল-মূত্র খাওয়ানোর অভিযোগ উঠল কনের বাড়ির লোকজনের বিরুদ্ধে। মারাত্মক এই ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ের খুর্সিপার এলাকায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে তদন্তের স্বার্থে অভিযোগকারী বা অভিযুক্ত কোনও পক্ষেরই নাম-পরিচয় জানাতে চাইছে না পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বায়ুসেনার পাইলট পদে কর্মরত ওই বায়ুসেনা জওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় এক তরুণীর। তিনি ডাক্তারি পড়ছিলেন। সম্প্রতি তরুণীর বাড়িতে কিছু না জানিয়েই দু’জন বিয়ে করেন। দু’জন একই সম্প্রদায়ের ছিলেন। কিন্তু মেয়ের বাড়ি থেকে এই বিয়ে মেনে নিতে পারেনি।

সেই আক্রোশেই কয়েক দিন আগে ওই বায়ুসেনা অফিসারের বাবাকে রাস্তায় একা পেয়ে আক্রমণ করেন তরুণীর বাড়ির লোকজন। পুলিশে দায়ের করা এফআইআরে তিনি জানিয়েছেন, ওই দিন তিনি গাড়িতে করে একাই যাচ্ছিলেন। খুর্সিপার এলাকায় তরুণীর বাড়ির লোকজন তাঁর গাড়ি আটকায়। গাড়ি থেকে জোর করে নামিয়ে শুরু হয় বেধড়ক মারধর। কয়েক জন তাঁর উপর প্রস্রাব করে দেন। জোর করে মল-মূত্র খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগপত্রে বছর পঞ্চান্নর প্রৌঢ় আরও জানিয়েছেন, ওই সময় তাঁকে হুমকি দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিতে। সেটা না করলে এবং পুলিশে জানালে ফল ভাল হবে না বলেও তাঁকে শাসানো হয়। তাঁর মুখ কয়লার গুঁড়ো দিয়ে কালো করে দেওয়া হয়। মারধরে অজ্ঞান হয়ে গেলে তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।

আরও পডু়ন: প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেবাঞ্জনের সম্পর্ক মানতে না পেরেই খুন, জেরায় কবুল প্রিন্সের

আরও পডু়ন: অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি পাক জঙ্গি ঘাঁটি ওড়াল ভারত, নিহত ৪-৫ পাক জওয়ান

জ্ঞান ফিরলে তিনি তাঁর ভাইকে ডেকে স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার পর থেকেই তরুণীর বাড়ির লোকজন ফেরার। পুলিশ জানিয়েছে, ক্ষতি করার উদ্দেশে আঘাত করা, বেআইনি ভাবে আটক করা, ফৌজদারি উদ্দেশ্যে আঘাত, সম্মানহানি-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chattisgarh IAF Crime Bride
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE