Advertisement
E-Paper

ইরানে বিধ্বংসী আঘাত হানছে ইজ়রায়েলি স্পাইস-২৫০, এ বার পাক-চিনের মোকাবিলায় সেই অস্ত্রেই ‘নজর’ ভারতের

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইজ়রায়েলি সংস্থা ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস লিমিটেড’-এর তৈরি এই অত্যাধুনিক গাইডেড বোমার নিখুঁত লক্ষ্যভেদ এবং বিধ্বংসী ক্ষমতা নজর কেড়েছে নয়াদিল্লির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৭:০০
IAF Plans 300 km range Israeli Spice-250 ER Bomb acquisition to hit targets without exposing fighter jets

ছবি: সংগৃহীত।

ভবিষ্যতে পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযান চালানোর ক্ষেত্রে ভারতীয় বাহিনীর নতুন অস্ত্র হতে পারে স্পাইস-২৫০। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ইজ়রায়েলি সংস্থা ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস লিমিটেড’-এর তৈরি টার্বোজেট চালিত এই অত্যাধুনিক গাইডেড বোমার নিখুঁত লক্ষ্যভেদ এবং বিধ্বংসী ক্ষমতা নজর কেড়েছে নয়াদিল্লির।

প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি খবরে দাবি, মূলত তিনটি কারণে ভারতীয় বায়ুসেনার জন্য ‘স্পাইস’ গাইডেড বোমা সিরিজের এই ‘২৫০’ সংস্করণ কেনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে— প্রথমত, ‘ডুয়েল সিগার’ (চার্জ কাপল্‌ড ডিভাইস অ্যান্ড ইমেজ়িং ইনফ্রারেড) থাকার কারণে এটি লক্ষ্যবস্তুকে অনেক দূর থেকে শনাক্ত করতে ও সঠিক ভাবে চিহ্নিত করতে পারে। দ্বিতীয়ত, ৩০০ কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত বোমায় জিপিএস এবং ‘ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম’ বা আইএনএস (সেন্সর-যুক্ত পরিচালন ব্যবস্থা)-এর মাধ্যমে এটি লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত করতে পারে। তৃতীয়ত, একটি স্পাইস-২৫০ বোমার ‘মাল্টিপল ওয়ারহেড’-এর মাধ্যমে একসঙ্গে অনেকগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুবিধা।

ভারতীয় বায়ুসেনার মিরাজ়-২০০০ বা সুখোই-৩০ যুদ্ধবিমান সহজেই স্পাইস-২৫০ ব্যবহার করতে পারবে। তা ছা়ড়া, পাকিস্তান বা চিনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে খুব সহজেই শত্রুপক্ষের যুদ্ধবিমানের প্রত্যাঘাত এড়িয়ে আঘাত হানতে পারবে এই গাইডেড বোমা। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে পাক বিমানবাহিনীর চিনা জে-১০সি ফাটার জেটগুলি ১৪৫ কিলোমিটার পাল্লার পিএল-১৫ ‘আকাশ থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। স্পাইস-২৫০ হাতে এলে পিএল-১৫-র নাগালের অনেক বাইরে থেকেই শত্রুর মাটিতে হামলা চালাতে পারবে ভারতীয় বায়ুসেনা।

IAF Fighter Jets Israel-Iran Conflict Iran-Israel Conflict bomb Operation Sindoor Defence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy