Advertisement
৩০ এপ্রিল ২০২৪
National News

সুখোইয়ে আরও শক্তিশালী ইজরায়েলি ক্ষেপণাস্ত্র জুড়বে বায়ুসেনা

এক বায়ুসেনা-কর্তার কথায়, ‘‘আমাদের হাতে স্পাইডার রয়েছে। তবে এখন তা ভূমি থেকে আকাশে ছোড়া হয়। সেটাই এ বার বসানো হবে সুখোই-৩০ যুদ্ধবিমানে। যাতে ওই যুদ্ধবিমান থেকে আকাশেই ছোড়া যায় ওই ইজরায়েলি ক্ষেপণাস্ত্র।’’

বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান। - ফাইল ছবি।

বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান। - ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ১৮:০৩
Share: Save:

পাকিস্তানের সঙ্গে আকাশ-যুদ্ধে ততটা টক্কর দিতে পারেনি ভারতীয় বায়ুসেনার তূণীরে থাকা যুদ্ধবিমান ‘সুখোই-৩০’-এর ‘আর-৭৭’ ক্ষেপণাস্ত্র। তাই আকাশ থেকে আকাশে ছোড়ার ওই রুশ ক্ষেপণাস্ত্র বদলে ফেলতে চায় বায়ুসেনা। আগামী দু’বছরের মধ্যেই সুখোই-৩০ যুদ্ধবিমানে বসাতে চায় আকাশ থেকে আকাশে ছোড়ার ইজরায়েলি ক্ষেপণাস্ত্র ‘স্পাইডার’।

এক বায়ুসেনা-কর্তার কথায়, ‘‘আমাদের হাতে স্পাইডার রয়েছে। তবে এখন তা ভূমি থেকে আকাশে ছোড়া হয়। সেটাই এ বার বসানো হবে সুখোই-৩০ যুদ্ধবিমানে। যাতে ওই যুদ্ধবিমান থেকে আকাশেই ছোড়া যায় ওই ইজরায়েলি ক্ষেপণাস্ত্র।’’

আকাশ থেকে আকাশে ছোড়ার রুশ ক্ষেপণাস্ত্র আর-৭৭-এর দুর্বলতাটা বায়ুসেনার কাছে স্পষ্ট হয় গত ২৭ ফেব্রুয়ারি, বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে হানাদারির পরের দিন। ওই দিন ভারতের দিকে তাক করে নিয়ন্ত্রণরেখা বরাবর ২৪টি যুদ্ধবিমান রেখেছিল পাকিস্তান। সেই বিমানগুলির সঙ্গে আকাশে টক্কর দিতে গিয়ে বায়ুসেনা টের পেয়েছে, সুখোইয়ে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র রাখার প্রয়োজন কতটা।

আরও পড়ুন- সুখোই থেকে ব্রহ্মোসের সফল পরীক্ষা বায়ুসেনার

আরও পড়ুন- যুদ্ধবিমান চালাবেন মহিলারাও, সায় প্রতিরক্ষা মন্ত্রকের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE