Advertisement
E-Paper

পোষ্য কুকুরকে হাঁটানোর জন্য স্টেডিয়াম খালি করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে! সেই আমলাই এ বার দিল্লির নয়া পুরকমিশনার

বিতর্ক ২০২২ সালের। আইএএস খিরওয়ার তখন ছিলেন দিল্লির রাজস্ব দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। অভিযোগ ওঠে পোষ্যকে নিয়ে তিনি সান্ধ্যভ্রমণ করবেন বলে খালি করিয়ে দেওয়া হয়েছিল স্টেডিয়াম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১১:৫৩
আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ার। ২০২২ সালে পোষ্য কুকুরকে নিয়ে স্টেডিয়ামে সান্ধ্যভ্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ান তিনি।

আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ার। ২০২২ সালে পোষ্য কুকুরকে নিয়ে স্টেডিয়ামে সান্ধ্যভ্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ান তিনি। —ফাইল চিত্র।

পোষ্য কুকুরকে হাঁটানোর জন্য স্টেডিয়াম খালি করিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। তা নিয়ে বিতর্কও হয়। যদিও সেই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন আইএএস সঞ্জীব খিরওয়ার। এ বার সেই আমলাকেই বসানো হল দিল্লি পুরসভার কমিশনার পদে।

বিতর্ক ২০২২ সালের। আইএএস খিরওয়ার তখন ছিলেন দিল্লির রাজস্ব দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। তাঁর স্ত্রীও রিঙ্কু দুগ্গারও আইএএস অফিসার। দিল্লিতে তখন আম আদমি পার্টির সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ২০২২ সালের মে মাসে আমলা দম্পতি নিজেদের পোষ্য সারমেয়কে নিয়ে সান্ধ্যভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামকে। অভিযোগ, পোষ্যকে নিয়ে আমলা দম্পতির সান্ধ্যভ্রমণের জন্য খালি করিয়ে দেওয়া হয়েছিল স্টেডিয়াম। ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।

দিল্লির রাজস্বসচিবকে ঘিরে এই বিতর্ক প্রকাশ্যে আসার পরেই তড়িঘড়ি পদক্ষেপ করে কেজরীওয়াল সরকার। জানিয়ে দেওয়া হয়, দিল্লির সব স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খেলোয়াড়দের জন্য খোলা থাকবে। পদক্ষেপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। ওই আইএএস দম্পতিকে দিল্লি থেকে দেশের দুই প্রান্তে বদলি করে দেওয়া হয়। খিরওয়ারকে বদলি করা হয় লাদাখে। তাঁর স্ত্রীকে বদলি করা হয় অরুণাচল প্রদেশে।

যদিও খিরওয়ারের দাবি ছিল, ক্রীড়াবিদদের স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে বলা হয়নি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছিলেন তিনি। তবে তিনি কখনও কখনও পোষ্যকে হাঁটাতে স্টেডিয়ামে যেতেন, সে কথা স্বীকার করে নিয়েছিলেন আমলা। এ বার সেই আইএএস খিরওয়ারকেই দিল্লি পুরসভার কমিশনার পদে বসানো হল। এত দিন যিনি দিল্লির পুরকমিশনার ছিলেন, সেই অশ্বিনী কুমারকে জম্মু ও কাশ্মীরে বদলি করে দেওয়া হয়েছে।

Delhi Municipal Corporation IAS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy