ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের পরবর্তী প্রধান (চার্জ ডি’অ্যাফেয়ার্স) হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। সোমবার বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে। ভারত-পাক কূটনীতির ইতিহাসে এই প্রথম বার কোনও হাই কমিশনের শীর্ষ পদে একজন মহিলা কূটনীতিককে দেখা যাবে।
২০০৫ সালের আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) ব্যাচের আধিকারিক গীতিকা বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) পদে রয়েছেন। সরকারি সূত্রের খবর, ইসলামাবাদের বর্তমান ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্স সুরেশ কুমার শীঘ্রই দিল্লিতে ফিরে আসবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন গীতিকা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দ্বিপাক্ষিক কূটনৈতিক সংঘাতের সময় ২০১৯ সালের অগস্ট থেকে ‘হাই কমিশনার’ পদের অবলুপ্তি ঘটে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ইসলামাবাদের কূটনৈতিক পদক্ষেপের জেরেই এমন ঘটে। হাই কমিশনারের পরিবর্তে হাই কমিশনের শীর্ষপদ হিসাবে চিহ্নিত করা হয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে। প্রসঙ্গত, সম্প্রতি নয়াদিল্লির পাক হাই কমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স পদে সলমন শরিফের বদলে এসেছেন সাদ ওয়ারিচ। তিনি পাক বিদেশ মন্ত্রকের আফগানিস্তান, ইরান এবং তুরস্ক ডেস্কের পরিচালক পদে ছিলেন।