আবার পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ ভারতের। এ বার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দিল ভারত। শুধু ইমরান নয়, পাকিস্তানের শাসকজোটের সহযোগী পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি)-র নেতা বিলাবল ভুট্টো জ়ারদারির এক্স অ্যাকাউন্টও আপাতত ভারতে ‘ব্লক’ করার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। কেউ যদি ভারতে ওই দুই ব্যক্তির এক্স অ্যাকাউন্ট খোলেন, তবে তাঁদের জানানো হবে, ‘আইনি কারণে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ’ করে দেওয়া হয়েছে।
পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে কোনও না কোনও পদক্ষেপ করছে। ভারত আরও এক বার পাকিস্তানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। অতীতেও এমন পদক্ষেপ করতে দেখা গিয়েছে মোদী সরকারকে। আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ইউটিউব চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। এ বার ইমরান এবং বিলাবলের এক্স অ্যাকাউন্টের উপর কোপ পড়ল। তবে তাঁদের অ্যাকাউন্ট কেন ‘ব্লক’ করা হল, তার কোনও কারণ আনুষ্ঠানিক ভাবে জানায়নি কেন্দ্র।
শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, পাকিস্তানের অনেক অভিনেতা-শিল্পীরও সমাজমাধ্যম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করেছে মোদী সরকার। কারও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো কারও আবার এক্স অ্যাকাউন্ট। পাশাপাশি, পাকিস্তানের বেশ কয়েকটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলও ‘ব্লক’ করা হয়েছে।
আরও পড়ুন:
গত সোমবার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হওয়ার পর সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছিল, ওই চ্যানেলগুলিতে পহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। এমনকি মিথ্যা ভাষ্য তৈরি এবং ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে। ওই সূত্রে আরও জানা যায় যে, ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। তা মেনেই সেগুলিকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। ১৬টি চ্যানেলের তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। তা ছাড়া কোপ পড়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের উপর।