Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

ফের গোরক্ষকদের তাণ্ডব আলওয়ারে, গুলি করে রেললাইনে ফেলা হল দেহ

গত শুক্রবার এই ঘটনা ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায় গোবিন্দ গড়ের কাছে ফাহারি গ্রামে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
আলওয়ার শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১৫:৫০
Share: Save:

সঙ্গে গরু নিয়ে যাওয়ার অভিযোগে রাজস্থান-হরিয়ানা সীমান্তের আলওয়ারে গুলি করে মারা হল এক জনকে। পরে মৃতদেহটিকে রেললাইনে ছুড়ে ফেলে দেন গোরক্ষকরা। তাঁর সঙ্গী আরও দু’জন গুরুতর জখম হয়েছেন, গণপিটুনিতে।

গত শুক্রবার এই ঘটনা ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায় গোবিন্দ গড়ের কাছে ফাহারি গ্রামে।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই দিন দুই সঙ্গীকে নিয়ে উমর মহম্মদ নামে এক জন হরিয়ানার মেওয়াট থেকে গরু নিয়ে যাচ্ছিলেন রাজস্থানের ভরতপুরে। ওই সময়েই তাঁদের ঘিরে ফেলে গোরক্ষকরা। প্রথমে শুরু হয় গণপিটুনি। তার পর উমরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় গোরক্ষকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় উমরের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উমরের দেহটিকে পরে রেললাইনে ছুড়ে ফেলে দেয় গোরক্ষকরা।

আরও পড়ুূন- ভারতে শরিয়তি ব্যাঙ্ক চালু হচ্ছে না, জানাল আরবিআই​

আরও পড়ুূন- দিল্লি নয়, দেশের সবচেয়ে দূষিত এই শহর!​

পুলিশ মুখে কুলুপ এঁটে থাকলেও গুলিতে উমরের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে স্বীকার করা হয়েছে। উমরের স্ত্রী ও ৮ সন্তান রয়েছে। গণপিটুনির পর উমরের সঙ্গী বাকি দু’জন পালিয়ে যান। তাঁরা গিয়ে ভর্তি হন রাজস্থান সীমান্তের কাছে একটি হাসপাতালে।

ঘটনার পর এলাকাজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের সামনেই উমরকে গুলি করে খুন করে গোরক্ষকরা। সব কিছু দেখেও পুলিশ চোখ বুঁজে ছিল। স্থানীয় বাসিন্দারা অপরাধীদের গ্রেফতারের দাবি জানালেও পুলিশ এখনও পর্যন্ত কোনও এফআইআর করেনি বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajasthan Alwar Cow আলওয়ার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE