Advertisement
E-Paper

গত দু’দিনে অটারী-ওয়াঘা দিয়ে ভারত ছেড়েছেন ২৭২ পাকিস্তানি, ফিরে এসেছেন ৬২৯ জন ভারতীয়

প্রশাসনের একটি সূত্র বলছে, স্বল্পমেয়াদি ভিসায় ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানি ছিলেন মহারাষ্ট্রে। সেই সংখ্যাটা প্রায় ১০০০।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:০০
অটারী-ওয়াঘা সীমান্তে পাকিস্তানি নাগরিকদের নথি যাচাই করছেন বিএসএফের জওয়ানেরা। তাঁরা ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাচ্ছেন।

অটারী-ওয়াঘা সীমান্তে পাকিস্তানি নাগরিকদের নথি যাচাই করছেন বিএসএফের জওয়ানেরা। তাঁরা ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাচ্ছেন। ছবি: পিটিআই।

পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানিদের স্বল্পমেয়াদি ভিসা (১২ ধরনের) বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাঁদের এ দেশ ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছে। তার পরেই অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে গত দু’দিনে ভারত ছেড়েছেন ২৭২ জন পাকিস্তানি। এমনটাই জানিয়েছেন প্রশাসনের এক আধিকারিক। তিনি মনে করছেন, রবিবার অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে আরও বেশি সংখ্যক পাকিস্তানির দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ স্বল্পমেয়াদি ভিসা বাতিলের পর ঘোষিত সময়সীমা শেষ হয়ে গিয়েছে শনিবার। পঞ্জাবে এই সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ৬২৯ জন নাগরিক। তাঁদের মধ্যে ১৩ জন কূটনীতিক এবং আধিকারিক রয়েছেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগই পর্যটক। তার পরেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। তার মধ্যে রয়েছে স্বল্পমেয়াদি ভিসা বাতিলের সিদ্ধান্ত। সার্ক ভিসায় যে পাকিস্তানিরা ভারতে ছিলেন, তাঁদের ভিসার মেয়াদ ২৬ এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া হয়। মেডিক্যাল ভিসার মেয়াদ বেঁধে দেওয়া হয় ২৯ এপ্রিল পর্যন্ত। এই ঘোষণার ফলে রবিবারের মধ্যে ভারত ছাড়তেই হবে ১২ রকমের ভিসায় এ দেশে রয়েছেন এমন পাকিস্তানি নাগরিকদের। সেই ১২ রকমের ভিসা হল— ভিসা অন অ্যারাইভাল, বাণিজ্য, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, পড়ুয়া, ভিজিটর, পর্যটকের দল, তীর্থযাত্রী, তীর্থযাত্রীর দল।

প্রশাসনের সূত্র বলছে, শুক্রবার অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছে ১৯১ জন। শনিবার ওই পথে ভারত ছেড়েছে ৮১ জন। শুক্রবার ওই সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে এ দেশে ফিরেছেন ২৮৭ জন ভারতীয়। শনিবার ওই পথে এ দেশে এসেছেন ৩৪২ জন। তাঁদের মধ্যে রয়েছেন ১৩ জন কূটনীতিক এবং সরকারি আধিকারিক। কিছু সংখ্যক পাকিস্তানি উড়ানে চেপেও ভারত ছেড়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ। প্রশাসনের সূত্র বলছে, যাঁরা বিমানে চেপে ভারত ছেড়েছেন, তাঁরা অন্য দেশে যেতে পারেন।

প্রশাসনের একটি সূত্র বলছে, স্বল্পমেয়াদি ভিসায় ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানি ছিলেন মহারাষ্ট্রে। সেই সংখ্যাটা প্রায় ১০০০। এমনিতে মহারাষ্ট্রে রয়েছেন প্রায় ৫,০৫০ পাকিস্তানের নাগরিক। বেশির ভাগই দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন। ফলে তাঁদের ভিসা বাতিল হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১০৭ জন পাকিস্তানি মহারাষ্ট্রের কোথায় রয়েছেন, তা নিয়ে কোনও তথ্য তাদের কাছে নেই। তেলঙ্গানার পুলিশ প্রধান জিতেন্দ্র জানিয়েছেন, সে রাজ্যে পাকিস্তানির সংখ্যা ২০৮। সবচেয়ে বেশি রয়েছেন হায়দরাবাদে। তাঁদের মধ্যে ১৫৬ জন দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন। মধ্যপ্রদেশের পাকিস্তানির সংখ্যা ২২৮। সে রাজ্যের সরকার জানিয়েছে, বেশির ভাগই দেশে ছেড়ে ইতিমধ্যে চলে গিয়েছেন। ওড়িশায় রয়েছেন ১২ জন এবং গোয়ায় রয়েছেন তিন জন পাকিস্তানি নাগরিক। গুজরাতে স্বল্পমেয়াদি ভিসায় রয়েছেন সাত জন। দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন ৪৩৮ জন। তাঁদের মধ্যে অনেকেই হিন্দু, যাঁরা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন। উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার জানিয়েছেন, সে রাজ্য থেকে পাকিস্তানিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও পাকিস্তানি যাতে রাজ্যে না থাকে তা নিশ্চিত করতে হবে।

Pahalgam Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy