নরেন্দ্র মোদীর গড়ে ধাক্কা বিরোধীদের। উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে বারাণসীতে দু’টি আসনেই হারল বিজেপি। দু’টি আসনেই জয় পেয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) প্রার্থীরা। গত ১০ বছর ধরে এই আসন দু’টি ছিল বিজেপির দখলে। বিজেপির শক্ত ঘাঁটিতে বিরোধীদের এই জয় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উত্তরপ্রদেশের বিধান পরিষদের ১১টি আসন খালি হয় গত ৬ মে কিন্তু করোনার জন্য নির্বাচন পিছিয়ে হয়েছে ৩ ডিসেম্বর। ১১টি আসনের মধ্যে ৬টি শিক্ষকদের জন্য এবং ৫টি ছিল স্নাতকদের জন্য সংরক্ষিত। মোট প্রার্থী ছিলেন ১৯৯ জন। ১১টির মধ্যে ২টি আসনের ফল ঘোষণা হয়নি এখনও। ঘোষিত ৯টি আসনের মধ্যে বিজেপি ৪টি, সমাজবাদীর পার্টি ৩টি এবং নির্দল প্রার্থীরা ২টি আসনে জিতেছেন।
শনিবার বারণসীর একটি আসনে ফল ঘোষণা হতেই দেখা যায়, এসপি-র প্রার্থী আশুতোষ সিংহ জিতেছেন। রবিবার জয় নির্ধারিত হয় লালবিহারী যাদবের। আর তার পরেই সমাজবাদী পার্টি শিবিরে উচ্ছ্বাস। মোটের উপর পিছিয়ে থাকলেও বারাণসীর এই ফলকে বিরাট জয় বলেই মনে করছে অখিলেশের দল। রবিবার লালবিহারী বলেন, ‘‘এটা বিরাট জয়। এই ফলে আমি খুব খুশি।’’