নিজেকে বিষ্ণুর দশম অবতার বলেই মনে করেন এই স্বঘোষিত ধর্মগুরু। তাই তিনি ‘কল্কি ভগবান’। এ বার সেই কল্কির বিভিন্ন বাড়ি ও সংস্থায় তল্লাশি চালিয়ে হিসেব বহির্ভূত প্রায় ৪০৯ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর।
বুধবার থেকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর ৪০টি আলাদা আলাদা জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। আয়কর কর্তারা জানান, সেগুলির মালিক ৭০ বছরের ‘কল্কি ভগবান’ ও তাঁর ছেলে কৃষ্ণ। চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চিতোর ছাড়াও তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে কল্কির প্রতিটি আশ্রমে চলছে তল্লাশি।
জীবনবিমা নিগমের প্রাক্তন কর্মী বিজয় কুমার ১৯৮০ সালে ‘জীবাশ্রম’ বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। সেই শুরু। সে বছরেরই মাঝামাঝি চিতোরে নিজের একটি বিশ্ববিদ্যলয়ও খুলে ফেলেন তিনি। ১৯৯০ সাল থেকে নিজেকে বিষ্ণুর অবতার বলে পরিচয় দিতে থাকেন বিজয় কুমার। এমনকি নিজেকে ‘কল্কি ভগবান’ বলে ঘোষনাও করেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী পদ্মাবতী ও ছেলে কৃষ্ণা। তাঁরা কল্কির সংস্থার অছি-ও বটে।