পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর পর আজ ভোরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বিমান হামলার মাধ্যমে জঙ্গিদের একাধিকলঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। ১২টি মিরাজ-২০০০ বিমানের হঠাৎ হানায় তিনশো জঙ্গির মৃত্যু হয়েছে। এই হানার পর মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশনের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করা হয়েছ একটি কবিতা।
ভারতীয় সেনাবাহিনীর পোস্ট করা সেই কবিতা বিখ্যাত কবি রামধারী সিংহ দিনকরের লেখা। পুলওয়ামায় অন্যায়ভাবে সিআরপিএফের উপর আক্রমণ ও পাল্টা প্রত্যাঘাত হিসাবে বায়ুসেনার জঙ্গিঘাঁটি ধ্বংস করা। এই ঘটনার প্রেক্ষিতেই রামধারির লেখা কবিতাটি পোস্ট করা হয়েছে।
কবিতাটির বাংলায় মর্মার্থ অনেকটা এ রকম— ‘‘শত্রুর প্রতি ক্ষমাশীল ও বিনয়ী হলে শত্রু আপনাকে দুর্বল ভাববে। ঠিক যেমনটা কৌরবরা করেছিল পাণ্ডবদের ক্ষমাশীলতার প্রতি। শান্তির প্রস্তাব তখনই সফল হবে যখন তুমি শক্তিশালী রূপে জয়ের পরিস্থিতিতে থাকবে।’’