প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের প্রস্তাবে শেষ পর্যন্ত সিলমোহর দিল এআইসিসি। প্রদেশ কংগ্রেসের জন্য সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রচার সংক্রান্ত বিভাগের নতুন চেয়ারপার্সন করা হল মিতা চক্রবর্তীকে। তাঁর সঙ্গে কো-চেয়ারপার্সন করা হয়েছে রোহন মিত্রকে।
নতুন বিভাগের আহ্বায়কের দায়িত্বে এলেন সুমন রায়চৌধুরী এবং মুখ্য সমন্বয়কারী চন্দন ঘোষ চৌধুরী। সংবাদমাধ্যমের সঙ্গে অন্য পাঁচ সমন্বয়কের নামও ঘোষণা হয়েছে। অধীর চৌধুরীর আমলে প্রদেশ কংগ্রেসের এই বিভাগের দায়িত্বে ছিলেন সৌম্য আইচ রায়। তখন বিভাগের নাম ছিল ‘মিডিয়া অ্যান্ড আউটরিচ কমিটি’। সর্বভারতীয় স্তরে এখন কংগ্রেসের এই বিভাগের চেয়ারম্যান পবন খেরা এবং এআইসিসি-র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন জয়রাম রমেশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)