ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব কমাতে কৌশলগত সঙ্গী ভারতই। এমনই উল্লেখ করা হল আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট (ন্যাশনাল সিকিয়োরিটি স্ট্র্যাটেজি ডকুমেন্ট)-এ। ৪ ডিসেম্বর প্রকাশিত ২৯ পাতার ওই রিপোর্টে বলা হয়েছে, “ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় অংশ নেওয়ার ব্যাপারে নয়াদিল্লিকে উৎসাহিত করতে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক (এবং অন্যান্য) সম্পর্ক উন্নত করতে হবে।”
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই রিপোর্টে পাকিস্তানের নামমাত্র উল্লেখ করা হয়েছে। ভারত-পাক যুদ্ধ থামানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছাড়া পাকিস্তানের প্রসঙ্গই উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে।
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব কমাতে আগেই চতুর্দেশীয় অক্ষ কোয়াড গঠন করেছিল আমেরিকা। আমেরিকা ছা়ড়াও এই অক্ষে রয়েছে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। মার্কিন নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে কোয়াডের গুরুত্বের কথাও উল্লেখ করা হয়েছে। রিপোর্টে চিনের সমালোচনা করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্পের শুল্ক এবং ভিসানীতির কারণে ভারত-মার্কিন সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছে বলেই মনে করেন অনেকে। এই পরিস্থিতিতে ট্রাম্প-বিরোধী অনেকেই মনে করিয়ে দিয়েছেন যে, চিনকে রুখতে আমেরিকার গুরুত্বপূর্ণ সঙ্গী ভারতকে কোণঠাসা করা ঠিক হচ্ছে না। কার্যত সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল মার্কিন নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে।