ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপড়েনের আবহে ভারতীয় সেনা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে চিনের দু’টি সরকারি প্রচারমাধ্যমের এক্স হ্যান্ডল নিষিদ্ধ ঘোষণা করল ভারত। নিষিদ্ধ করা হয়েছে চিনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইম্স’ এবং সংবাদ সংস্থা ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডল।
মঙ্গলবারই ‘গ্লোবাল টাইম্স’কে সতর্ক করেছিল চিনের ভারতীয় দূতাবাস। বলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার হামলা সংক্রান্ত বিষয় নিয়ে সমাজমাধ্যমে কোনও তথ্য প্রকাশ করার আগে তা যেন যাচাই করে নেওয়া হয়। এক্স হ্যান্ডলের পোস্টে চিনের ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছিল, ‘‘সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বেশ কিছু পাকিস্তানপন্থী এক্স হ্যান্ডল থেকে কিছু ভিত্তিহীন দাবি করা হচ্ছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে। সেই সব তথ্য যাচাই না করে কোনও সংবাদমাধ্যম প্রকাশ করলে তা সাংবাদিকতার নীতির বিরোধী।’’
সরকারি সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’-এর সময় বহাওয়ালপুরে ভারতের রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছিল বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের অ্যাকাউন্ট। কিন্তু ভারতের ‘প্রেস ইনফর্মেশন ব্যুরো’ (পিআইবি) জানায়, যে ছবিগুলি সমাজমাধ্যমে পোস্ট করে ওই সব দাবি করা হচ্ছে, সেগুলি ২০২১ সালের। পঞ্জাবের মোগা জেলায় একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ার ছবি সেগুলি।
শুধু চিনের দুই প্রচারমাধ্যমই নয়, তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’-এর এক্স হ্যান্ডলও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভারতে।